দিঘার জগন্নাথ মন্দিরের পর এবার বাংলায় ‘দুর্গা অঙ্গন’, হয়ে গেল সিদ্ধান্ত, কোথায় তৈরি হবে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর এবার আবারও এক ‘সাংষ্কৃতিক কেন্দ্র’ বা ‘দর্শনীয় স্থান’ তৈরির উদ্যোগ নেওয়া হল সরকারের তরফে। জল্পনা আগেই শোনা গিয়েছিল। এবার পড়ল শিলমোহর। রাজ্যে এবার তৈরি হতে চলেছে ‘দুর্গা অঙ্গন’। সোমবারই নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠকে দুর্গা অঙ্গন নির্মাণের সিদ্ধান্তে সরকারি অনুমতি পাওয়া গিয়েছে।

দুর্গা অঙ্গন তৈরির সিদ্ধান্তে শিলমোহর নবান্নে (Nabanna)

এদিন নবান্নে (Nabanna) একটি সাংবাদিক বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানেই মন্ত্রী বলেন, বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ‘হেরিটেজ’ স্বীকৃতি পেয়েছে। তাকে সম্মান জানিয়েই দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের ক্যাবিনেট বৈঠকে (Nabanna) তা পাস হয়।

Durga angan building decision passed in nabanna

কোথায় তৈরি হবে: জানা গিয়েছে, দুর্গা অঙ্গন নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। তার সদস্যদের নাম পরে জানানো হবে। এই নতুন ‘দর্শনীয় স্থান’ তৈরির বাজেট, কোথায় তৈরি হবে সেসব এখনও পর্যন্ত চূড়ান্ত না হলেও মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, আগে জায়গা দেখা হবে। তারপর বাকি সব কিছু জানানো হবে।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসের জব্বর চমক, চাকা গড়াবে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর! মোদীর হাত ধরেই উদ্বোধন?

একুশের মঞ্চে প্রথম ঘোষণা: উল্লেখ্য, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির কথা প্রথম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার কিছুদিন আগেই দুর্গাপুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁর মুখে ‘জয় মা দুর্গা’ স্লোগান নিয়ে কটাক্ষ করেন তৃণমূলের (Nabanna) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই মঞ্চ থেকে বিরাট ঘোষণা করেন মমতা।

আরও পড়ুন : এতকিছুর পরেও আটকানো গেল না ছবি মুক্তি, এই তারিখেই পর্দায় আসছে ফাওয়াদের ‘আবির গুলাল’!

বিজেপির তরফে একাধিক বার অভিযোগ আনা হয়েছে, বাংলায় দুর্গাপুজোর বিসর্জনে বাধা দেওয়া হয়। সেই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী বলেন, ‘মা দুর্গা আমাদের জাতীয় সম্পদ। যেমন জগন্নাথ ধাম করেছি তার অনুকরণে দুর্গা অঙ্গন করে দেব, সারাবছর যাতে মানুষ সবটা দেখতে পান’।