মুখোমুখি মা-মেয়ে, অবশেষে দুর্গার সঙ্গে মিলন হল জগদ্ধাত্রীর, TRP আনতে বিরাট টুইস্ট মেগায়

বাংলাহান্ট ডেস্ক : ফের তেড়েফুড়ে উঠবে টিআরপি। আর তা নিশ্চিত করতেই এবার চরম উত্তেজনায় ভরা পর্ব নিয়ে এল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। জি বাংলার এই সিরিয়ালটি প্রথম থেকেই টিআরপি তালিকায় রাজত্ব করে আসছে। দু বছর পার করেও টিআরপি তালিকায় স্থান ধরে রেখেছে এই মেগা। আর এবার নম্বর আরো বাড়াতে পরপর ধামাকা পর্ব নিয়ে আসছে জগদ্ধাত্রী (Jagadhatri)।

জগদ্ধাত্রী (Jagadhatri) সিরিয়ালে মোড় ঘোরানো পর্ব

দর্শকরা জানেন, জন্মের পর থেকেই প্রাণ সংশয় রয়েছে জগদ্ধাত্রী (Jagadhatri) স্বয়ম্ভূর মেয়ে দুর্গার। তাই রাজনাথ লুকিয়ে তাকে রেখে আসে অনাথ আশ্রমে। সেখানেই বড় হয়ে উঠেছে দুর্গা। আর ৩৫ দিন পরেই মুখার্জী কোম্পানির মাথায় বসানো হবে তাকে। কিন্তু ততদিন পর্যন্ত যাতে মুখার্জীরা দুর্গার খোঁজ না পায় আর দুর্গাও তার আসল পরিচয় না জানতে পারে তার চেষ্টা করছে কৌশিকী মেনন। কিন্তু তা সত্ত্বেও ঘটেই যায় অঘটন।

Durga finally met jagadhatri big twist in serial

জগদ্ধাত্রীর খোঁজ পায় দুর্গা: গুণ্ডাদের সঙ্গে মারপিট করতে গিয়ে আহত হয় দুর্গা। মেনন তাকে এসে বাঁচালেও হাতে চোট পায় সে। তারপর হাসপাতালে গিয়েই হঠাৎ সে দেখা পায় জগদ্ধাত্রীর (Jagadhatri)। এই মহিলাকে হুবহু তার মতো দেখতে কী করে হয়, এই প্রশ্ন ঘিরে ধরে দুর্গাকে। শুধু তাই নয়, জগদ্ধাত্রী (Jagadhatri) স্বয়ম্ভূর পিছু করতে করতে মুখার্জী বাড়িতেও এসে পৌঁছায় দুর্গা। তারপর অনাথ আশ্রমে সে খুঁজে পায় জগদ্ধাত্রী স্বয়ম্ভূর পুরনো ছবি।

আরও পড়ুন : সিরিয়ালের শেষ দিনে ফিরলেন নায়ক, ৭৬৭ পর্বে এসে গল্প ফুরোলো জলসার মেগার

কী হতে চলেছে আগামী পর্বে: এবার কি তবে মুখোমুখি হবে জগদ্ধাত্রী (Jagadhatri) দুর্গা? নিজের পরিচয় জানতে কালবোস মামার কাছে প্রশ্ন করে সে। বেশ বোঝা যাচ্ছে, আগামী কয়েকদিনও বেশ উত্তেজক পর্ব দেখা যাবে সিরিয়ালে। সঙ্গে টিআরপিও বেশ চড়চড়িয়ে বাড়বে তেমনটাই মনে করছেন দর্শকরা।

আরও পড়ুন :চড়চড়িয়ে উঠবে TRP, বিরাট সারপ্রাইজ নিয়ে আসছে সোনার সংসার ২০২৫! প্রোমোতেই জমিয়ে দিল জি বাংলা

জগদ্ধাত্রী সিরিয়ালে বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে গল্প। বড় হয়ে গিয়েছে দুর্গা। ওদিকে জগদ্ধাত্রী এখনো চলৎশক্তিহীন হয়েই পড়ে রয়েছে। এবার জগদ্ধাত্রী দুর্গার মিলন হলে গল্পে কোন নতুন টুইস্ট আসে সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর