ট্রাক-লরি নয়, টয়ট্রেনে চেপে কৈলাশে পাড়ি দিলেন মা দুর্গা! অভিনব উদ্যোগ দার্জিলিংয়ে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এ বছরের মতো দুর্গাপুজোর সমাপ্তি ঘটেছে। চারদিন মহা সমারোহে পূজিত হয়েছেন মা দুর্গা। এবার মর্ত্যের পাট চুকিয়ে ছেলেমেয়েদের নিয়ে আবারও কৈলাশে ফেরার পালা। শহর কলকাতায় বিসর্জনের সুর বেজে উঠেছে। গঙ্গার বুকে চলছে প্রতিমা নিরঞ্জন। তবে গঙ্গা থেকে ঢের দূরে তিস্তার শহর (Darjeeling) সাক্ষী থাকল এক অভিনব প্রতিমা বিসর্জনের।

দার্জিলিংয়ে (Darjeeling) দুর্গাপুজোর বিসর্জনে চমক

উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা সর্বত্রই উমার আরাধনা হয়েছে। শৈলশহর দার্জিলিংয়েও (Darjeeling) আয়োজিত হয়েছে দুর্গাপুজো। ঐতিহ্যবাহী এনএনবিএইচ হল শ্রী মন্দিরের পুজোয় প্রতি বছর প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। এবছরও ধুমধাম করে হয়েছে মাতৃ আরাধনা। তবে এবার বিসর্জনের ক্ষেত্রে চমক দেওয়ার কথা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন পুজো উদ্যোক্তারা। দার্জিলিংয়ের (Darjeeling) অন্যতম আকর্ষণ টয়ট্রেনে চেপে হল এবার প্রতিমা নিরঞ্জন।

Durga idol in toy train in Darjeeling

টয়ট্রেনে চাপলেন মা দুর্গা: দার্জিলিংয়ের পুজোয় এবার ঐতিহ্যের সঙ্গে মিশল নতুনত্ব। সাধারণত দেবী প্রতিমার বিসর্জনের সময় ট্রাক বা ছোটখাটো লরি বুক করতে দেখা যায়। তাতে চেপেই প্রতিমা নিয়ে হইহই করে বিসর্জনের উদ্দেশে রওনা হন সকলে। কিন্তু দার্জিলিংয়ে (Darjeeling) এবার কোনও লরি বা ট্রাক নয়, মা দুর্গা কৈলাশের উদ্দেশে রওনা হলেন টয়ট্রেনে চেপে।

আরও পড়ুন : COD-র ক্ষেত্রে অতিরিক্ত চার্জ! অভিযোগ সামনে আসতেই ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে অ্যাকশন কেন্দ্রের

কোথায় হল বিসর্জন: দশমীর দিন বৃহস্পতিবার দার্জিলিং থেকে প্রায় ১২ কিমি দূরে রংপুর অঞ্চলে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। এই পুরো পথটা পাড়ি দেওয়ার জন্য আগে থেকেই একটি গোটা টয়ট্রেন রিজার্ভ করে রেখেছিলেন পুজো উদ্যোক্তারা। দার্জিলিংয়ের (Darjeeling) ঐতিহ্যবাহী টয়ট্রেনে চেপেই সপরিবারে কৈলাশের উদ্দেশে রওনা হন মা দুর্গা।

আরও পড়ুন : গল্পে অপ্রত্যাশিত মোড়, টপ TRP সত্ত্বেও মাঝপথেই শেষ হচ্ছে জলসার সিরিয়াল?

দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া বহু পর্যটক সাক্ষী হন এই অভূতপূর্ব ট্রেন সফরের। সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল হয়েছে এই অভিনব উদ্যোগ। দার্জিলিংয়ের বুকে মা দুর্গার বিসর্জনের এই ছবি বেশ প্রশংসাও কুড়িয়েছে।