পৃথিবীর সব থেকে ছোট দূর্গা তৈরি হলো নদীয়াতে

নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ হাফ ইঞ্চি দুর্গা প্রতিমা তৈরী করলেন নদিয়ার রানাঘাট রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ।দীর্ঘ প্রায় ২০ বছর ধরে নানা শিল্প কর্ম ফুটিয়ে তুলে নজির সৃস্টি করেছেন মানিক বাবু।

Screenshot 2019 0925 173641

এর আগে বিভিন্ন ডালের দানা দিয়ে দুর্গা প্রতিমা সামল্যের পর এবার মাত্র হাফ ইঞ্চি দুর্গা চওড়া ২ ইঞ্চি ওজন ১ গ্রাম।কাজের ফাকে প্রতিদিন প্রায় ৪ ঘন্টা সময় ব্যয় করে এই দুর্গা প্রতিমা তৈরী করেছেন তিনি।

মুর্তি তৈরী করতে মানিক বাবু ব্যবহার করেছেন রঙ,আঠা,আর কাগজ।মাত্র দেড় মাস সময় ধরে তার এই সাফল্য আজ নজির গড়ার লক্ষ্যে।এর আগেও তিনি ক্ষুদ্র থেকে অতি খুদ্র নানান শিল্প কর্ম ফুটিয়ে তুলেছেন।মানিক বাবুর কথায় তা এই দুর্গা প্রতিমা স্থানীয় কোন পুজো উদ্যোগতাদের হাতে তুলে দিতে চান তিনি।শুধু নেশার টানে তার এই অসামান্য কাজ।

Screenshot 2019 0925 173632

বাড়িতে তার পরিবারে তার স্ত্রী ছাড়াও মেয়ে তাকে এই কাজে ভীষন অনুপ্রেরণা জুগিয়েছে।সন্মান খ্যাতি এসেছে কিন্তু সেভাবে নয়।

তিনি চান আরও মানুষের কাছে তার পরিচিতি লাভ করুক।মাঝে মধ্যে সময় পেলে মানিক বাবু ছবি আঁকার পাশাপাশি রঙ তুলিও ধরেন।যা দিয়ে অসমান্য সব শিল্প নৈপুন্নতা ফুটিয়ে তোলেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর