দিদির গানে গমগম করছে রেড রোড, নাচে-গান অনুষ্ঠানে মমতাময় কার্নিভাল

বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja) সমাপ্তি ঘটেছে। এ বছর মহা ধুমধাম করে পালন করা হয়েছে শারদোৎসব। একই সঙ্গে মহা দশমীর ঠিক তিন দিনের মাথায় এদিন অনুষ্ঠিত হয়ে চলেছে কার্নিভাল (Carnival) অনুষ্ঠান। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যোগদান করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়াও অন্যান্য একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের পাশাপাশি সাধারণ দর্শক এবং বিদেশিরা উপস্থিত রয়েছেন উক্ত কার্নিভালে।

রেড রোডে অনুষ্ঠিত কার্নিভালে সর্বত্রই ছেয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর গান। নাচে-গানে এবং অনুষ্ঠানে ভরে উঠেছে গোটা শহর। উল্লেখযোগ্য, গত দু’বছর করোনার কারণে কার্নিভাল অনুষ্ঠানটি কোনক্রমে অনুষ্ঠিত হয়। তবে এ বছর মহামারীর প্রকোপ কমায় জাকজমকপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়ে চলেছে দুর্গা প্রতিমার বিসর্জনের অনুষ্ঠানটি। এক্ষেত্রে বিরোধী দলের নেতা-মন্ত্রীদের তরফ থেকে একের পর এক কটাক্ষ ছুড়ে দেওয়া হলেও নিজেদের লক্ষ্যে অবিচল রাজ্য।

এদিনের কার্নিভালে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার পাশাপাশি হাজির হয়েছে অসংখ্য দর্শনার্থী। উত্তর ও দক্ষিণ কলকাতা এবং সল্টলেকের মোট ৯৫ টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করেছে কার্নিভাল অনুষ্ঠানে। ইতিমধ্যেই শ্রীভূমি থেকে শুরু করে দমদম তরুণ দল এবং কালীঘাট কিশোর সংঘের মতো একাধিক পুজো কমিটি গুলি নাচ, গানের মত একাধিক কর্মসূচির মাধ্যমে অগ্রসর হয়ে চলেছে।

উল্লেখ্য, এদিন নির্দিষ্ট সময় মতোই রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাইরে দাঁড়িয়ে থাকা অসংখ্য দর্শনার্থীর উদ্দেশ্যেও ভেতরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। যদিও সরকারের এই প্রচেষ্টাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি। এদিন উত্তরবঙ্গের হড়পা বান প্রসঙ্গ তুলে ধরে বিরোধী দলনেতা বলেন, “সরকারি পয়সায় কার্নিভাল হয়ে চলেছে। এটা বন্ধ হওয়া প্রয়োজন। মাল বাজারে যে ভয়ানক ঘটনা ঘটেছে, তারপর সরকারের উচিত ছিল, কার্নিভাল বন্ধ করা। এটা উত্তরবঙ্গের ঘটনা বলে রাজ্যের তরফ থেকে গুরুত্ব দেওয়া হয়নি। ওরা উত্তরবঙ্গের ব্যাপারে অসংবেদনশীল। সেই জন্য সেখানকার মানুষ পৃথক রাজ্যের দাবি করেন। আমার মনে হয়, কার্নিভাল এ বছর বন্ধ রাখা উচিত ছিল।”

Carnival

যদিও এক্ষেত্রে বিরোধীদের কটাক্ষ উড়িয়ে দিয়েছে তৃণমূল সরকার। বৃষ্টির আশঙ্কা মাঝেই এই মুহূর্তে গোটা রেড রোড জুড়ে পালিত হয়ে চলেছে কার্নিভাল অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এগিয়ে চলেছে একের পর এক দুর্গা প্রতিমা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর