বাংলা হান্ট ডেস্কঃ শরতের আকাশ, কাশফুলের মেলা জানান দিচ্ছে দুর্গাপুজো আসতে বেশিদিন বাকি নেই। মহালয়া থেকেই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। এদিন থেকে আবার রাজ্যের একাধিক পুজোর (Durga Puja) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আজ শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় একাধিক পুজোর উদ্বোধন করবেন তিনি।
মহালয়ায় কোন কোন পুজোর (Durga Puja) উদ্বোধন করবেন মমতা?
রিপোর্ট বলছে, আজ হাতিবাগান সর্বজনীন থেকে পুরোদমে পুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী। চেতলা অগ্রণী, যোধপুর পার্ক হয়ে রাজ্যের নানান জেলার প্রায় ৩৫০ টিরও বেশি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। নবান্ন (Nabanna) সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই তার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার ১৫টি পুজো উদ্বোধন করবেন মমতা (Mamata Banerjee)। সেই তালিকায় নাম রয়েছে শহর কলকাতার একাধিক নামি পুজোর। আগামীকাল উত্তর কলকাতার ‘টালা প্রত্যয়’ দিয়ে পুজো উদ্বোধন কর্মসূচির সূচনা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মিডিয়া রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে। এছাড়া বেহালা ও দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করারও কথা রয়েছে।
আরও পড়ুনঃ পুজোর মাসে দ্বিগুণ রেশন! কোন কার্ডে কত? রইল অক্টোবরের হাতেগরম তালিকা
বেহালা বরিষা, বেহালা নতুন দল, কালীঘাট মিলন সংঘ, আলিপুর সর্বজনীন, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব সহ আগামীকাল একাধিক পুজোর উদ্বোধন হতে পারে। শুক্রবার আবার ত্রিধারা, ভবানীপুর শীতলা তলা, মুদিয়ালি, একডালিয়া এভারগ্রিন, বাদামতলা আষাঢ় সংঘের মতো পুজোগুলির (Durga Puja) উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
৫ অক্টোবর এবং ৬ অক্টোবরও বেশ কয়েকটি পুজো উদ্বোধন করার কথা রয়েছে মমতার। ৫ অক্টোবর তথা শনিবার ২২ পল্লী, ৬৪ পল্লী সহ ভবানীপুর এবং পদ্মপুকুর এলাকার একাধিক পুজো উদ্বোধন করার কথা রয়েছে। রবিবার সুরুচি সংঘ, আলিপুর বডিগার্ড লাইনসের মতো কমিটির পুজো উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। সেদিনই মমতার পুজো উদ্বোধনী কর্মসূচি শেষ হবে বলে খবর।