দশমীর দিন রাজ্যজুড়ে বন্ধ মদের দোকান, কেন?

Published on:

Published on:

Durga Puja 2025 Dashami Dry Day

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গোৎসব (Durga Puja 2025) মানেই প্রাণের উৎসব। এই সময় শহর থেকে জেলা, সব জায়গায় প্যান্ডেল হপিং, আড্ডা, বন্ধুদের সঙ্গে জমায়েত, এই সবেতেই মেতে থাকে বাঙালি। বর্তমান সময়ে যে কোন আনন্দ উৎসবের সুরার জনপ্রিয়তা বহুল। দুর্গাপুজোর ভাষা নেই মদের দোকানে লম্বা লাইন থাকে চোখে পড়ার মতো। কিন্তু এবারে দশমীর দিন শহরের মদের দোকানগুলি বন্ধ থাকবে বলে খবর সূত্রের।

দশমীতে (Durga Puja 2025) ড্রাই ডে

আগে অষ্টমীতে সারা দিন, আর বিজয়া দশমীতে বিকেল ৫টার পর বন্ধ থাকত মদের দোকান। কিন্তু ২০১৬ সালের পর থেকে নিয়ম বদলানো হয়। ধীরে ধীরে কমানো হয় ‘ড্রাই ডে’-র সংখ্যা। এখন শুধু নির্দিষ্ট কয়েকটি দিনেই দোকান বন্ধ থাকে। কিন্তু এবার দশমী পড়েছে ২ অক্টোবর। ওইদিনই গান্ধী জয়ন্তী। ফলে রাজ্য জুড়েই বন্ধ থাকবে মদের দোকান। অর্থাৎ পুজোর (Durga Puja 2025) দিনে যারা বন্ধুদের সঙ্গে গলা ভেজানোর পরিকল্পনা করেছিলেন, তাঁদের সেই পরিকল্পনায় বাধা পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।

দোকানে লম্বা লাইন

শহরের সব জায়গায় দেখা যাচ্ছে মদের দোকানে ভিড়। মানুষজন বুঝে গিয়েছেন, দশমীতে ড্রাই ডে, তাই আগে থেকেই বোতল তুলে রাখতে চাইছেন অনেকে। উৎসবের রেশ বজায় রাখতে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারাও।

Durga Puja 2025 Dashami Dry Day

আরও পড়ুনঃ হাওড়ায় ডিআরএম অফিসে কোটি টাকার চাকরি প্রতারণা, পুলিশের জলে প্রাক্তন রেল কর্মীর ছেলে

শুধু ড্রাই ডে নয়, আবহাওয়া দপ্তর জানিয়েছে দশমীর দিন দুর্যোগের সম্ভবনা রয়েছে। ফের নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দশমীতে বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও তার প্রভাব পড়বে। দুর্যোগ চলবে টানা শুক্রবার পর্যন্ত। শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।