বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম। তার ওপর পঞ্চমী থেকেই প্রতি প্যান্ডেলে ভিড় পড়ছে চোখে দেখার মতো (Durga Puja)। লাইন করে প্রতিমা দর্শন করতে ঢুকছেন সকলে। আবার কখনো মন্ডপসজ্জা দেখতে কয়েক মিনিট দাঁড়াচ্ছেন। পাশাপাশি তুলছেন নিজস্ব ছবি। এবার সেই আবহে ভিন নিয়ন্ত্রণ নিয়ে উদ্যোক্তাদের সতর্ক করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি স্পষ্ট জানান, কোথাও কোন অনিয়ম হলে তাহলে দায়ী থাকবেন একমাত্র উদ্যোক্তারাই।
উৎসবের দিনে প্যান্ডেলে ভিড় বাড়ছে, উদ্যোক্তাদের হুঁশিয়ারি সিপির (Durga Puja)
দূর্গা পূজা উপলক্ষে (Durga Puja) কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা স্পষ্ট জানান, পুজোর এই পাঁচটা দিন শহরের বড় মণ্ডপ গুলিতে মাত্র ছাড়া ভিড় হয়। এবার এই ভিড়ে দাঁড়াতে গেলে হতে পারে বিপদ। পাশাপাশি ভিড়ের মাঝে অনেকে দাঁড়িয়ে পড়লে তা বিপুল প্রভাব পড়ে। তবে পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের দায়িত্ব আছে। যা করতে হবে নিয়ম মেনে।
আরও পড়ুন: ঠাকুর দর্শনের আগে চেহারা ঝকঝকে করতে ৫ মিনিটে এই ৩ টোটকা কাজে লাগান
এই ভিড়ের বিষয়ে তিনি জানান, সুরক্ষার সঙ্গে কোন রকম আপস করা হবে না। পুজো উদ্যোক্তাদের অনেকবার এ কথা বোঝানো হয়েছে। তবে এরপর যদি কোন রকমের অঘটন ঘটে তাহলে সেই ঘটনার দায়ী থাকবেন পুজোর উদ্যোক্তরাও।প্রসঙ্গত, প্রতিবছর এই পুজো নিয়ে বেশ কিছু নিরাপত্তা শুরু করেন প্রশাসনিক আইন বিভাগ। আর এই নিরাপত্তা গুলো মেনে চলার জন্য বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে আগের থেকে মিটিং করা হয়।
যদিও এবছর তার অন্যধা হয়নি। শহরের বাছাই করা পুজো গুলির উদ্যোক্তারা ছাড়াও এবছর সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসি, দমকল দফতর, রাজ্যদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুরসভার আধিকারিকেরা। সেখানে বার্তা দেওয়া হয়েছিল সব পক্ষে সক্রিয় সহযোগিতার মাধ্যমে দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা সম্ভব।
তবে এখনো অব্দি সেই ভাবে পুজো শুরু হয়নি। রবিবার দেবীর বোধন অর্থাৎ সেদিন ষষ্ঠী। ইতিমধ্যে পঞ্চমীর সন্ধ্যাবেলা থেকে মানুষের ঢল নেমেছে, সন্তোষ মিত্র স্কোয়্যার, সুরুচি সঙ্ঘ, কাশী বোস লেন, দেশপ্রিয় পার্ক, নাকতলা উদয়ন সঙ্ঘের মতো পুজো চত্বরে। শ্রীভূমি স্পোর্টিং, হিন্দুস্থান পার্ক, বালিগঞ্জ কালচারাল থেকে শুরু করে হাতিবাগান, বাগবাজার, টালা চত্বরের একাধিক পুজো। তবে দক্ষিণের পুজোগুলিতে (Durga Puja) ভিড় উত্তরের তুলনায় খানিক কম। তা ছাড়া, কলকাতা জুড়ে ট্র্যাফিকও মোটামুটি সচল। ভিড়ের কারণে কোথাও কোথাও গাড়ি ঘোড়ার গতি কমলেও সে রকম যানজট আপাতত নেই।