বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গেছে দেবীপক্ষ। ইতিমধ্যে প্যান্ডেলে চলে এসেছে প্রতিমা। পাশাপাশি এই পুজো উপলক্ষে (Durga Puja) দেবীর দর্শন করতে বেরিয়ে পড়েছে অধিকাংশ মানুষ। এবার পুজোয় আপনি চাইলে যেতে পারেন বেহালায়। এবছর সেখানকার মণ্ডপ দেখলে আপনি এক টুকরো বেহালার ইতিহাসে জানতে পারবেন।
একবার মণ্ডপে ঘুরুন, বেহালার ইতিহাস জানুন (Durga Puja)
বেহালা নিয়ে বরাবর নানান সমস্যার কথা শোনা যায়। পাশাপাশি এই জায়গাটাই নিয়ে মশকরা করতে কেউ ছাড়েন না। কিন্তু শহরের শুরুর সময় থেকে এই অঞ্চলের নাম জড়িয়ে রয়েছে।
এই বছর বেহালার ঠাকুর দেখতে গেলে আপনি পাবেন বেহালার এক টুকরো ইতিহাস। জানেন এই দুর্গা মণ্ডপ কোথায় হয়েছে। দুর্গাপূজার (Durga Puja) এই মণ্ডপ হয়েছে বেহালার তরুণ মাতৃ সেবক সমিতিতে। বেহালের নতুন দল এলে তার থেকে একটু এগোলেই মিলবে এই মণ্ডপের দর্শন।
চলতি বছর বেহালার তরুণ মাতৃ সেবক সমিতিতে এলে বাইরে থেকে দেখা যাবে এক দুর্গ। ভিতরের ঢুকলে পড়বে আপনি দেখতে পারবেন বিভিন্ন পটচিত্র। মাধ্যমে তুলে ধরা হয়েছে নানান গল্প। রয়েছে বেহালার (Behala) ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিত্ব বর্গের কথা। অর্থাৎ এখানে, জেমস লং, অভয় কুমার রায়চৌধুরী, বীরেন রায়, আশুতোষ ভট্টাচার্য, দীনেশচন্দ্র সেন, স্বামী যোগীন্দ্রনাথ রায় চৌধুরী, প্রমুখের কথাও বলা হয়েছে।
এর পাশাপাশি এখানে শুধু দর্শন নয় শোনা যাচ্ছে বেহালার ইতিকথা (Durga Puja)। মন্ডল থেকে বের হতে গেলে চোখে পড়বে বেহাল আর ইতিহাস ও শহরের গোড়াপত্তনের ছবিগুলি। এর পাশাপাশি এ বছর তরুণ মাতৃ সেবক সমিতির আরও এক চমক হল মেলা। এখানে বিভিন্ন ধরনের দোলনা থেকে হরেক রকমের জিনিস সহ নানা ধরনের স্টল রয়েছে এই মেলাতে।