জনগণের করের টাকায় কিসের অনুদান? মুখ্যমন্ত্রীর ঘোষণা ঘিরে ফের মামলা হাই কোর্টে

Published on:

Published on:

Durga Puja grant faces fresh legal challenge in Calcutta High Court

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মরসুম শুরু হতেই রাজ্যে ফের শুরু হল অনুদান বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোর অনুদান ঘোষণা ঘিরে এবার আবার মামলা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এবারও মামলা করলেন সেই পুরনো পরিচিত মুখ দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত। গত বছরও এই অনুদান নিয়ে প্রশ্ন তুলে তিনিই মামলা করেছিলেন। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা কানে যেতেই মামলা ঠুকে দিলেন হাইকোর্টে (Calcutta High Court)।

অনুদানের অঙ্ক বাড়ছে, সঙ্গে বাড়ছে প্রশ্ন

প্রসঙ্গত, এবারে রাজ্য সরকার দুর্গাপুজো অনুদান হিসেবে প্রতি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রায় ৫০০ কোটি টাকা খরচ হবে এই প্রকল্পে। ২০১৮ সালে মাত্র ১০ হাজার টাকা দিয়ে শুরু হয়েছিল এই অনুদান প্রকল্প। ধাপে ধাপে সেই অঙ্ক এখন প্রায় ৯০০ শতাংশ বেড়ে গেছে।

গত বছর এই খাতে ৩৬৫ কোটি টাকা খরচ হয়েছিল। তার আগের বছর ২০২২-এ হাইকোর্ট (Calcutta High Court) কিছু শর্ত আরোপ করলেও, অনুদান বন্ধের নির্দেশ দেয়নি। কিন্তু সরকারি টাকা দিয়ে ক্লাব বা উৎসবকে অনুদান দেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন আগাগোড়া থেকেই গিয়েছে।

মামলার আবেদনে কী বলা হয়েছে?

সৌরভ দত্তের আবেদনে বলা হয়েছে, জনগণের করের টাকা কীভাবে ক্লাবগুলিকে সরাসরি অনুদান হিসেবে দেওয়া যায়, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এটা সংবিধানের আর্থিক নীতিরও লঙ্ঘন বলে দাবি করেন তিনি। আবেদনকারীর মতে, সরকার এই অর্থ অন্য কোনও জনহিতকর প্রকল্পে খরচ করতে পারত।

তবে এখনই জানা যায়নি, এই মামলার শুনানি কবে হবে। রাজ্যের তরফে কী জবাব দেওয়া হবে, সেটাও এখনও অস্পষ্ট। কিন্তু মামলা হওয়ায় সরকার যে চাপের মুখে পড়ল, তা বলাই বাহুল্য।

Durga Puja grant faces fresh legal challenge in Calcutta High Court

আরও পড়ুনঃ Z ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা! মুখ্যসচিব-ডিজিপি-CP-র কাছে কৈফিয়ত চেয়ে চিঠি শুভেন্দুর

উল্লেখ্য, বছর ঘুরলেই পুজো আসে, আর তার সঙ্গে ফিরে আসে অনুদান বিতর্কও। এবার সেই বিতর্ক আরও আগেভাগেই মাথাচাড়া দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অনুদান ঘোষণার মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, কেউ কেউ এই নিয়ে মামলা করবেন। কথামতো মামলাও হল। এখন দেখার, হাইকোর্ট (Calcutta High Court) কী অবস্থান নেয়। তবে পুজোকে ঘিরে সরকারি খরচ আর রাজনৈতিক বিতর্ক যে একে অপরের পরিপূরক হয়ে উঠছে, তা ফের স্পষ্ট।