বাংলা হান্ট ডেস্ক: রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, চলতি মাসে দুর্গাপুজার (Durga Puja) সময় ভাগ্য পরিবর্তন হতে চলেছে বেশ কিছু রাশির। দেখে নিন কোন রাশিরর ভাগ্য খুলতে চলেছে।
পুজোর আগে টাকার বৃষ্টি! মহাযোগে কপাল খুলবে কিছু রাশির (Durga Puja)
জ্যোতিষ বিজ্ঞানী মতে চলতি মাসের বদলাতে চলেছে চারটি রাশি (Rashifol))। এই চারটে রাশি হল শুক্র, বুধ, মঙ্গল, সূর্য। জ্যোতিষ বিজ্ঞানীদের মতে দুর্গাপুজোর আগে এই এক বিশেষ মহাজাগতিক পরিবর্তন। এর ফলে কয়েকটি যোগ তৈরি হবে। যার কারণবশত প্রতিটি রাশির জীবনে কিছু না কিছু প্রভাব দেখা যাবে (DurgaPuja)।
জ্যোতিষ শাস্ত্র (Astrology) মতে, আগামী ১৩ সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ১৪ সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র। ১৫ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। এছাড়াও ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে সূর্য। এই চার গোচরণের ফলে ভাগ্য খুলতে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের।
অথএব পুজোর মাসে দেবীর আশীর্বাদ পেতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা। এবার এই তালিকায় আপনিও আছেন কিনা সেটি দেখে নিন। এই চার গোচরণের জেরে ভালো সময় আসতে চলেছে বৃষ রাশির জাতিকাদের জন্য। এই সময় বৃষ রাশির জাতক-জাতিকাদের বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। পাশাপাশি পুজোর সময় পরিবারের সকলের সঙ্গে আনন্দে কাটাবেন তারা।
আরও পড়ুন: আগেই পেরিয়েছে ১ লক্ষের গন্ডি, বুধে আরও চড়া হল সোনা? জানুন আজকের লেটেস্ট রেট
মিথুন রাশিক জাতক-জাতিক কারা এই চার গোচরণের ফলে ভাগ্য উন্নতি হবে। পাশাপাশি আর্থিকভাবে উন্নতি ঘটবে। এছাড়ো পেশার ক্ষেত্রে প্রাপ্তির মুখোমুখি হবেন এনারা।
এই চারগোচরনের ফলে সময় ভালো যাবে সিংহ রাশির জাতক-জাতিকাদের। এই সময় তাদের নাম যশ বৃদ্ধি পাবে। পাশাপাশি অর্থভাগ্য দারুন থাকবে।
কন্যা রাশির ক্ষেত্রেও আসবে নতুন অধ্যায়। এই গোচরণের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে নতুন প্রেমের সম্পর্ক। পাশাপাশি আর্থিক সমস্যা ও মিটে যাবে ও কর্মক্ষেত্রে উন্নতি লাভ হবে।
এছাড়াও এই সেপ্টেম্বর মাসে ধনু রাশি সুসময় ফিরে আসবে। অথবা যে বিশাল পরিবর্তন আসতে চলেছে। পাশাপাশি পুরনো কোন রোগের থেকে আপনি মুক্তি পেতে পারেন।
(Disclaimer:এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই বাংলা হান্টে-র।)