বাদামের খোলায় প্রতিমা, মণ্ডপসজ্জাতেও চমক! জেলার এই পুজোয় ভিড় উপচে পড়ছে

Published on:

Published on:

Durga Puja new surprise at Nadia Puja visitors impressed by idol made of almond shells

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। আর এ বছর দেবিপক্ষে নদীয়ার কৃষ্ণনগরের অজয় স্মৃতি ক্লাবের থিম বাদাম দুর্গা (Durga Puja)। এই বছর ৩০ তম বছরে পা দিয়েছে তাদের এই পুজো। ছমাস আগে ক্লাবে সদস্যরা সিদ্ধান্ত নেন, বাদামের খোলা সংগ্রহ করে এবার তাদের দুর্গা মূর্তি বানানো হবে। পাশাপাশি পুরা প্যান্ডেল তৈরি হবে বাদামের খোলা দিয়ে।

নদিয়ার পুজোয় নতুন চমক, বাদামের খোলায় প্রতিমা দেখে মুগ্ধ দর্শক (Durga Puja)

জানা যায়, এ বছরে পুজোর জন্য এলাকার প্রতিটি বাড়িতে প্রচার করা হয়, যাতে তাঁরা বাদাম খাওয়ার পরে খোসা ফেলে না দিয়ে মজুত করে রাখেন। সেই মজুত করা বাদামের খোলা সংগ্রহ করে নিয়ে আসেন উদ্যোক্তারা। সেই জমানো বাদামের খোলা দিয়ে পুজোমণ্ডপ ও প্রতিমা (Durga Puja) তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে অজয় স্মৃতি সংঘ।

Durga Puja new surprise at Nadia Puja visitors impressed by idol made of almond shells

আরও পড়ুন: উৎসবে কোল্ড ড্রিঙ্কস বেশি খাচ্ছেন? শরীরের ভেতরে ঘটছে মারাত্মক পরিবর্তন

পুজোর উদ্যোক্তারা জানান, এর পাশাপাশি এই পুজোর এই বাদামের খোসার উপর থিম হওয়ায় গ্রামের কৃষকরা বাদাম চাষে উৎসাহ পাবেন। পাশাপাশি, এমন একজন এই পুজোর উদ্বোধন করেছেন, যিনি গ্রামের বাদাম চাষ নিয়ে গান গেয়েছেন। তাঁকে দিয়ে উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন উদ্যোক্তারা।

এছাড়াও, এখানেই দুর্গাপুজো (Durga Puja) প্রথম চালু করে অজয় স্মৃতি ক্লাব। প্রথমবার পাটের দুর্গা এবং প্যান্ডেল বানিয়ে জেলার সেরার সেরা সম্মান ছিনিয়ে নিয়েছিল তারা। তারপর থেকে প্রতিবছর সময়ের সঙ্গে মিলিয়ে বিভিন্ন থিম বানিয়ে নজর কেড়েছে এই ক্লাব।

পাশাপাশি, এই পুজোর উদ্যোক্তা প্রিয়াঙ্কা কুণ্ডু বলেন, আমরা এক বছর আগে ঠিক করি বাদামের দুর্গা (Durga) এবং মণ্ডপ বানাব। সেই লক্ষ্যে আমরা প্রতিটি বাড়ি থেকে খোসা সংগ্রহ করে এই কাজ করতে পেরেছি। আশা করছি সকলের এই থিম ভালো লাগবে (Durga Puja)।