বদলে গেল নিয়ম! দুর্গাপুজো নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের, এক ঘোষণায় তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো মানে বাংলার গর্ব, বাঙালির আবেগ। বছরভর পুজোর কয়েকটা দিনের অপেক্ষায় থাকেন সকলে। নতুন জামা, চারিদিকে আলোর রোশনাইয়ে সেজে ওঠে গোটা রাজ্য। ইতিমধ্যেই যেমন চলতি বছরের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অনুদান ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্যোক্তারাও আইনি কার্যকলাপ শুরু করে দিয়েছেন। এর মাঝে এবার পুজোর (Durga Puja) ছাড়পত্র নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যসচিব বিপি গোপালিকা।

  • পুজোর (Durga Puja) ছাড়পত্র পাওয়ার নতুন নিয়ম!

সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব বিপি গোপালিকা (BP Gopalika) জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। এরপর পুজোর ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে অনলাইন ব্যবস্থা চালু করার নির্দেশ দেন। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসন পুজো সংক্রান্ত একটি ওয়েবসাইট বানিয়ে ফেলেছেন। সেটাকেই মডেল হিসেবে তুলে ধরার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর।

  • বাধ্যতামূলক করা হল এই নিয়ম!

প্রত্যেক বছর দুর্গাপুজো (Durga Puja) এলেই উদ্যোক্তাদের ছুটোছুটি শুরু হয়ে যায়। পুজো করতে গেলে দরকার হয় নানান রকম অনুমতি। এবার সেই দৌড়োদৌড়ি বন্ধ হতে চলেছে। কারণ মুখ্যসচিব জানিয়েছেন, বাধ্যতামূলকভাবে প্রত্যেককে ওই ওয়েবসাইটে আবেদনপত্র জমা করতে হবে। নথিপত্রও ওখানেই জমা করতে হবে। এরপর আবেদনপত্র দেখে জেলা প্রশাসনের তরফ থেকে বিদ্যুৎ, দমকলের অনুমোদন দেবে।

আরও পড়ুনঃ ‘ওই দিন ৭৫ মিনিট ধরে আমি..,’ অবশেষে বিস্ফোরক স্বীকারোক্তি RG Kar কাণ্ডের সন্দীপের

বিপি গোপালিকা জানান, ব্যারাকপুর এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ইতিমধ্যেই এমন ওয়েবসাইট (Website) বানিয়ে নেওয়া হয়েছে। এবার বাকি জেলার জেলাশাসকদেরও এমনটা করে নিজ নিজ জেলার পুজো উদ্যোক্তাদের ছাড়পত্র প্রদান করতে হবে। জেলার সমস্ত পুজোর তথ্য যাতে কেন্দ্রীয়ভাবে জেলাশাসকের ওয়েবসাইটে থাকে, সেই কারণেই এই নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

Durga Puja

উল্লেখ্য, চলতি বছর দুর্গাপুজো উপলক্ষ্যে রাজ্যের ক্লাবগুলিকে ৮৫,০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারের থেকে এবার ১৫,০০০ টাকা বেশি দেওয়া হচ্ছে। যদিও আরজি কর কাণ্ডের আবহে বাংলার বহু পুজো কমিটির তরফ থেকে রাজ্য সরকারের (Government of West Bengal) এই অনুদান ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর বহু কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দুর্গাপুজোর (Durga Puja) অনুদানের টাকা প্রতিমা কেনা, দশকর্মা অথবা পুরোহিত, এসব কাজে খরচ করা যাবে না। সেটা সাধারণ মানুষের স্বার্থে কিছু করার জন্য ব্যয় করতে হবে। এরপর জমা করতে হবে সেই নথি। তাহলেই আগামী বছর ফের অনুদান মিলবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর