পুজোতে নিশ্চিন্তে ঘুরুন! ফাঁকা বাড়িকে নিরাপদে রাখতে শুধু মেনে চলুন এই টিপস

Published on:

Published on:

Durga Puja simple tips to keep your home safe during festivals

বাংলা হান্ট ডেস্ক: পুজোর সময় সারাদিনের নামে বেরিয়ে পড়েন অনেকে (Durga Puja)। আবার কেউ কেউ আবার রওনা দেয় হাওয়া বদল করতে। তবে এই হাওয়া বদল হওয়ার আগে বাড়ি সুরক্ষিত রাখার জন্য কিছু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। জেনে নিন সেই টিপসগুলি।

উৎসবের সময় বাড়ি নিরাপদে রাখার সহজ টিপস (Durga Puja)

১. প্রতিবেশির সাহায্য নিন: পুরো বাড়ি যদি ফাঁকা রেখে পুজোর সময় ঘুরতে যান। তাহলে বিশ্বাসযোগ্য কোনো প্রতিবেশী বা আত্মীয়কে জানিয়ে যান। অন্তত তারা যাতে একবার হলেও বাড়ির চারপাশের খোঁজ নেয়। যাতে চোরেরা বুঝতে না পারে বাড়ি পুরো ফাঁকা রয়েছে।

Durga Puja simple tips to keep your home safe during festivals

আরও পড়ুন: প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান? কাঞ্চনজঙ্ঘা দেখা ও পেলিং ঘুরে আসুন অফবিট স্টাইলেই

২. ডিজিটাল সিকিউরিটি ব্যবহার করুন: আজকাল অনেকেই সিসিটিভি ক্যামেরা বা স্মার্ট ডোর লক ব্যবহার করেন। এইগুলি মূলত মোবাইলের সাথে কানেক্ট করা থাকে। এবার বাড়ির ফাঁকা থাকলো আপনি নিজেই বাড়ির না নজরদারি করতে পারবেন। এর ফলে চোর আপনার বাড়িতে ঢোকার সাহস পাবে না।

৩. গোপনীয়তা বজায় রাখুন: সোশ্যাল মিডিয়ায় বাড়ি ফাঁকা রেখে প্যান্ডেল হপিং করতে যাচ্ছেন বা ট্রিপে যাচ্ছেন এমন ধরনের কোন পোস্ট করবেন না। কারণ এগুলো অচেনা লোকের কাছেও পৌঁছে যেতে পারে। যা পড়ে বিপদ ডেকে আনতে পারে।

৪. জরুরী নম্বর সঙ্গে রাখা: প্রয়োজনে পুলিশের হেল্প নম্বর অথবা স্থানীয় থানার নম্বর সঙ্গে রাখুন। সন্দেহজনক কিছু দেখলে প্রতিবেশীকে বলুন পুলিশকে খবর দিতে।

৫.টাকার ও গয়নার নিরাপত্তা: বাড়িতে অনেক টাকাপয়সা বা গয়না রেখে যাবেন না। সেগুলো ব্যাংকের লকারে রাখুন। প্রয়োজনে বাড়ির মধ্যে লকার বা সেফ ব্যবহার করুন, যা ভেঙে নেওয়া কঠিন (Durga Puja)।