‘মা তোমার এত রূপ…’ গানে এবার মাতবে বাংলার পুজো প্যান্ডেল, স্পেনে বসেই লিখলেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ছিল যখন পুজোর আগে বিখ্যাত শিল্পীদের গানের রেকর্ড বের হত। কিন্তু এখন আর সেই চল নেই। বিগত কয়েক বছরে উল্টে দেখা গিয়েছে বিভিন্ন পুজো কমিটি প্রকাশ করেছে তাদের থিম সং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গত কয়েক বছর ধরে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজোর থিম সং লিখে আসছেন।

এবার স্পেনে বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন সেই সুরুচি সংঘের পুজোর থিম সং।মুখ্যমন্ত্রীর লেখা এই গানটির প্রথম লাইন ‘মা তোমার এত রূপ, দেখিনি তো আগে’। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই এই গানটির প্রাথমিক সুর প্রদান করেছেন। সুরুচি সংঘ ক্লাবের পুজোর থিম সং গত ৭-৮ বছর ধরে মুখ্যমন্ত্রী নিজেই লিখছেন।

   

আরোও পড়ুন :সামান্য খরচেই দুর্গা দর্শন! দুর্দান্ত চমক WBTC’র, টাকার অঙ্ক শুনলে বুক না করে থাকতে পারবেন না

প্রতিবছর এই প্যান্ডেলে গেলেই শোনা যায় সেই গান। মুখ্যমন্ত্রীর লেখা সেই গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, শান , কুমার শানুর মতো বিখ্যাত গায়করাও। এছাড়াও এবছর পুজোয় প্রকাশ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম। মুখ্যমন্ত্রীর এই অ্যালবামে থাকতে চলেছে ৮ টি গান। পুজোর আবহেই সেই গানের সুরে মুগ্ধ হবে আমজনতা।

AVDMAMATADURGA

জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই এই গানগুলি লিখেছেন। এই গানগুলির সুরও প্রদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফর সেরে এসে মুখ্যমন্ত্রী এই গানের অ্যালবাম প্রকাশ করতে পারেন। মুখ্যমন্ত্রীর গানের অ্যালবামে একটি বড় চমক রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ‘হ্যাপি বার্থডে’ গানের বাংলা ভার্সন লিখেছেন মুখ্যমন্ত্রী। সেই গানটিও থাকতে চলেছে এই অ্যালবাম।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর