বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই দুর্গাপুজো (Durgapuja Theme)। আর বাঙালির সবচেয়ে বড় উৎসবের আবহেই যেন রাজনীতির আঁচ পাওয়া যাচ্ছে এবার একাধিক পুজো মণ্ডপে। এবছর কলকাতার একাধিক নামী পুজোর থিমের (Durgapuja Theme) মধ্যেই উঠে আসছে বাংলার রাজনীতির কিছু আলোচিত বিষয়। ফলে প্রশ্ন উঠছে, রাজনীতির আলোচনার ছায়া কি এবার পড়ছে পুজোর থিমেও?
এবছর বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের থিম (Durgapuja Theme) ‘বাংলা ও বাঙালি’। ভোটের আগে যেভাবে বাঙালি অস্মিতা নিয়ে রাজনীতি হচ্ছে, সেই প্রেক্ষিতে এই থিম ঘিরে আলোচনা শুরু হয়েছে। তবে শুধু অশ্বিনীনগর বন্ধুমহল নয়। আলোচনায় রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের থিমও। এবছর তাদের থিম (Durgapuja Theme) ‘অপারেশন সিঁদুর’। এই নামের মধ্যেও রাজনৈতিক প্রতীক খুঁজছেন অনেকে।
‘সবুজ রবে বাংলা’ নিয়ে নতুন বিতর্ক
এই তালিকায় এবার নাম উঠেছে টালা প্রত্যয়েরও। শতবর্ষে পদার্পণ করা এই ক্লাবের এবারের থিম ‘বীজ অঙ্গন’। আর তার ট্যাগলাইন, ‘সবুজ রবে বাংলা’। এই স্লোগান ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। এমন পরিস্থিতিতে অনেকেই এই ট্যাগলাইনের অন্তর্নিহিত রাজনৈতিক বার্তা খুঁজছেন। কারও মতে, এটি কৃষিনির্ভর বার্তা হলেও, কেউ কেউ বলছেন, এটি পরোক্ষভাবে শাসক দলের স্লোগানের প্রতিধ্বনি।
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের ঠিক আগেও টালা প্রত্যয়ের থিম (Durgapuja Theme) ছিল ‘একুশেও বদলাচ্ছে না’। তখনও এই থিমকে ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছিল। অনেকেই মনে করেছিলেন, এটি রাজ্যে শাসক দলের জয়ের আত্মবিশ্বাসের ইঙ্গিত। ঠিক সেই ধারাবাহিকতায়, এবার ‘সবুজ রবে বাংলা’ নিয়েও উঠছে প্রশ্ন। রাজনৈতিক মহলের একাংশ বলছে, পুজোর মঞ্চকে এবার অনেকেই মতাদর্শ বা বার্তা প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
আরও পড়ুনঃ ‘তোর বাপের টাকা নাকি রে!’ খোদ বিধায়কের মন্তব্যে উত্তাল খানাকুল
তবে এসব প্রশ্ন পুরোপুরি খারিজ করেছেন ক্লাবের পুজো উদ্যোক্তা শুভ বসু। তাঁর দাবি, “এই থিমের মধ্যে দিয়ে আমরা বাংলার কৃষি ও প্রকৃতির সবুজ সৌন্দর্যকে তুলে ধরতে চাইছি। কৃষিক্ষেত্রে সবুজ থাকার বার্তা দিতে চাই। রাজনীতির কোনও যোগ নেই।” তিনি আরও জানান, থিমের (Durgapuja Theme) রচয়িতা ভবতোষ শুথার এবং নামকরণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প, ভাবনা ও পরিবেশ-সচেতনতাই এবারের পুজোর মূল আকর্ষণ বলেই জানান তিনি।