ক’টায় হবে দেবীর বোধন? মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজোর সময় জানুন এক নজরে

Published on:

Published on:

DurgaPuja what time is Anjali and Sandhi Puja on mahashtami published time

বাংলা হান্ট ডেস্ক: আগামী ২১ সেপ্টেম্বর পিতৃ পক্ষের অবসান। ২২ সেপ্টেম্বর আশ্বিন শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হবে দেবীপক্ষ (DurgaPuja)। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীতে দেবীর অকালবোধন করে শুরু হবে চলতি বছরের দুর্গা পুজো। এই পূজা শেষ হবে ২ অক্টোবর। কথিত আছে, দুর্গাপুজোর এই কয়দিন দেবীর দুর্গা মর্তে অবস্থান করেন। তিনি তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। এক নজরে জেনে নিন ২০২৫ বোধন থেকে বিসর্জন পর্যন্ত পঞ্জিকা অনুসারে কোন সময় কি হবে।

মহাষ্টমীর অঞ্জলি ও সন্ধিপুজো ক’টায়? প্রকাশিত সময় (DurgaPuja)

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী:

মহাষষ্ঠীর বোধন: ১০ আশ্বিন, ২৭শে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী থাকবে দুপুর ১২ টা ৪ মিনিট পর্যন্ত। এই দিন সন্ধ্যা বেলায় হবে দেবীর বোধন (DurgaPuja)। ১১ আশ্বিন অর্থাৎ ইংরেজি ২৮ সেপ্টেম্বর রবিবার ২টো ২৮ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী। সন্ধ্যাবেলায় দেবী দুর্গার (Durga) আমন্ত্রণ ও অধিবাস।

মহা সপ্তমীর নবপত্রিকা স্নান: ১২ আশ্বিন অর্থাৎ ২৯ সেপ্টেম্বর সোমবার সপ্তমী থাকবে বিকেল ৪:০২ পর্যন্ত। সকাল ৯:৮ মিনিটের মধ্যে এই নবপত্রিকার স্থান ও স্থাপন করতে হবে। সপ্তমী বিহিত পুজো ও সপ্তম আদি কল্পারম্ভু চতুর্থ গল্প বিহিত পুজো। এই পুজো রাত্রি ১১:৩- ১১:৫১ মিনিটের মধ্যে বেবির অর্ধ রাত্রি বিহিত পুজো হবে।

মহাষ্টমীর পুষ্পাঞ্জলি: ১৩ আশ্বিন ইংরেজি ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার অষ্টমী সন্ধ্যা ৬:৭ মিনিট পর্যন্ত থাকছে। মহাষ্টমী লাগছে সকাল ৭ঃ০০ টায়। মহাষ্টমীর পুষ্পাঞ্জলী দেওয়ার সময় ৮:২৯-৯:২৮ মিনিট। সন্ধ্যে ৫:৪৩ মিনিট থেকে সন্ধ্যা ৬:৭ মিনিট পর্যন্ত চলবে সন্ধিপুজো। এছাড়াও, সন্ধ্যা ৬:৩১ মিনিটের সন্ধি পুজোর বলিদান ও সন্ধিপূজো করতে হবে।

DurgaPuja what time is Anjali and Sandhi Puja on mahashtami published time

আরও পড়ুন: শুষ্ক থেকে নিস্তেজ ত্বক! এক টুকরো অ্যালোভেরা জেলেই পাবেন ঝলমলে ত্বক পুজোর আগে

মহা নবমীর পুজো: ১৪ আশ্বিন ইংরেজির ১ অক্টোবর বুধবার নবমী সন্ধ্যে ৭:২ মিনিট পর্যন্ত থাকবে। এছাড়াও সকাল ৯:২৮ মিনিটের মধ্যে দেবী দুর্গার নবমী পুজো করতে হবে। সকাল ১০:১৫ মিনিট থেকে বেলা ১২:২৯ মিনিটের মধ্যে কুমারী পূজা ও বলিদান ও হোম কর্মাদি শেষ করতে হবে।

বিজয়া দশমীর বিসর্জন: ১৫ আশ্বিন ইংরেজি ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১১ মিনিট পর্যন্ত দশমী থাকবে। সকাল ৯:২৮ মিনিটের মধ্যে দেবী দুর্গার দশমী পুজো শেষ করতে হবে। কুল আচারের দশমী বিহিত বিজয়  দশমীকৃত্য সমাপন ও বিসর্জন অন্তে শ্রী শ্রী অপরাজিতা পুজো।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে:

মহাষষ্ঠীর বোধন: ১০ আশ্বিন ইংরেজি ২৭ সেপ্টেম্বর শনিবার ৮:৪৭ মিনিট পর্যন্ত। সন্ধ্যেবেলায় হবে দেবীর বোধন। ১১ আশ্বিন ইংরেজি ২৮ সেপ্টেম্বর রবিবার ১০:৪৩ মিনিট পর্যন্ত থাকবে  ষষ্ঠী। ৯:২৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার ষষ্ঠাটি কল্পারম্ভ। এবং সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস।

মহা সপ্তমী নবপত্রিকা স্নান: ১২ আশ্বিন ইংরেজির ২৯ সেপ্টেম্বর দুপুর ১২:২৬ মিনিট পর্যন্ত সপ্তমী থাকবে। সকাল ৯:২৭ মিনিটের মধ্যে নবপত্রিকার স্থান ও স্থাপন করতে হবে। ১২:২৬ মিনিটের মধ্যে সপ্তমী বিহিত পুজো ও সপ্তমাদি কল্পরম্ভ চতুর্থকল্প বিহিত পুজো। এর পাশাপাশি ১১:২ থেকে ১১:৫০ মিনিটের মধ্যে দেবীর অর্ধরাত্রি  বিহিত পুজো হবে।

মহা অষ্টমীর পুষ্পাঞ্জলী: ১৩ আশ্বিন ইংরেজি ৩০সেপ্টেম্বর অষ্টমী দুপুর ১:৪৪ মিনিট পর্যন্ত থাকবে। সকাল ৯:২৭ মিনিটের মধ্যে মহাষ্টমীর কল্পারম্ভ ও মৌসুমির বিহিত পুজো করতে হবে। ৮:২৮ মিনিটের থেকে ৯:২৭ মিনিটের মধ্যে মহাষ্টমী পুষ্পাঞ্জলী শেষ করতে হবে। দুপুর ১:২০ সন্ধি পুজার শুরু হবে। ১:৪৪ মিনিটে সন্ধ্যে পুজোর বলিদান ও দুপুর ২:৮ মিনিটের মধ্যে শেষ করতে হবে।

মহা নবমীর পুজো: ১৪ আশ্বিন ইংরেজি ১ অক্টোবর নবমী দুপুর ২:৩৫ মিনিট পর্যন্ত থাকবে। সকাল ৯:২৭ মিনিটের মধ্যে নবমী পুজো করতে হবে। দুপুর ২:৩৫ মিনিটের মধ্যে কুমারী পুজো, বলিদান, হোম যজ্ঞ ইত্যাদি করতে হবে।

বিজয় দশমী বিসর্জন: ১৫ আশ্বিন ইংরেজি ২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২:৫৪ মিনিট পর্যন্ত থাকবে। এরপর কুলাচার অনুসারে অপরাজিতা পূজা ও বিজয়  দশমীকৃত্য সমাপন হবে (DurgaPuja)।