বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রীকে লক্ষ্য করে ঘটে যাওয়া গণধর্ষণ কাণ্ড এবার গড়াল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্যের উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেছে। বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবারই সম্ভাব্য শুনানি হবে পুজো অবকাশকালীন বেঞ্চে।
কি ঘটনা ঘটেছিল?
ঘটনা সূত্রে খবর, গত ১০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ওই পড়ুয়া সহপাঠীদের সঙ্গে খেতে কলেজের বাইরে বের হন। সেই সময় কয়েকজন যুবক তাঁকে বাধা দিয়ে জোরপূর্বক হাসপাতালের পিছনের একটি জঙ্গলে নিয়ে যান। দুষ্কৃতীদের তাড়া খেয়ে তরুণীর সঙ্গে থাকা বন্ধু পালিয়ে যায়। এরপরে দুষ্কৃতীরা ওই পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণ করে।
পুনর্নির্মাণ করা হবে ওই রাতের ঘটনা
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে লক্ষ্য করে এই ঘটনার পুনর্নির্মাণ মঙ্গলবারই হতে চলেছে। ইতিমধ্যেই পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এদের প্রত্যেকের নাম এফআইআরে উল্লেখ ছিল।
মঙ্গলবার সকালে পুলিশ তদন্তে নেমে ধৃতদের মধ্যে ২ জন শেখ নাসিরুদ্দিন ও শেখ রিয়াজউদ্দিনকে নিয়ে পৌঁছায় বিজাড়া গ্রামে তাদের বাড়িতে। সেখানে থেকে উদ্ধার করা হয়েছে কিছু পোশাক যা ঘটনার রাতে অভিযুক্তরা পরেছিল। উদ্ধারকৃত পোশাকগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে ধৃত ২ জনকে নিয়ে ঘটনাস্থলে যাবে পুলিশ। রাতে সেখানে ওই রাতের ঘটনার পুনর্নির্মাণ করা হবে।
আরও পড়ুনঃ মিরিক ছেড়ে সরাসরি সুখিয়াপোখরিতে যাচ্ছেন মমতা, কেন?
দুর্গাপুরে গণধর্ষণের এই ঘটনায় কার্যত এখনও এলাকা গরম হয়ে রয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। তার মধ্যে দুর্গাপুর মেডিকেল কলেজে শুরু হয়েছে পরীক্ষা। বাইরে বহিরাগতদের ভিড়। এই অবস্থায় নিরাপত্তা দাবি করে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে কলেজ কর্তৃপক্ষ।