ধিক্কার! দূর্গাপুরের সাংবাদিক দপ্তরের সামনে সাংবাদিকদের মারধর কিছু মদ্যপ যুবকের

Published On:

সনাতন গরাই,দুর্গাপুর: একপাশে মহকুমা আদালত আর এক পাশে সাংবাদিক দপ্তর তার পাশে হোটেল।হোটেলে বাইক নিয়ে আসে কিছু মধ্যপ যুবক,তারা সাংবাদিকদের যাতায়াতের রাস্তায় রাখে তাদের বাইক গুলো।মদ খেয়ে নিলেই কিছু মানুষ ভাবে এই রাজ্য শুধুই আমার।

ইটিভি ভারতের সাংবাদিক ওই মদ্যপ যুবকদেরকে গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে পাশে রাখতে বলে ,যেই কথাটা বলে ওমনি ওই সাংবাদিকের উপর চড়াও হয় ওই মদ্যপ যুবকরা।তাকে মারছে দেখে দপ্তরের সমস্ত সাংবাদিকরা ছুটে আসে এবং ইটিভি ভারতের সাংবাদিকবন্ধু কে ছাড়াতে গেলে তাদের উপরও চড়াও হয়।যার ফলে গুরুতর আহত হয় কয়েকজন সাংবাদিক।

একজন সাংবাদিক গুরুতর আহত হলে তাকে ভর্তি করা হয় দুর্গাপুরের এক মিশন হাসপাতালে।এই ঘটনায় সিটিসেন্টার ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হয় সাংবাদিক দপ্তর থেকে।

পুলিশ তৎক্ষণাৎ ওই মদ্যপ যুবকদের গ্রেফতার করে।এই ঘটনার পর দুর্গাপুরের সাংবাদিক মহলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে আসছে।

X