ছবির অডিশন দেওয়া কালীন সহ – অভিনেতার সাথে ঘনিষ্ঠ হওয়ার কথা সকলের সাথে শেয়ার করলেন এই বলিউড অভিনেত্রী

 

বাংলা hunt ডেস্ক : বলিউডে এসেছেন তিনি বেশ কিছু বছর হয়েছে।ইতিমধ্যে অভিনয় ক্ষমতার জন্য বিশেষ পরিচিতি লাভ করেছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি‌।সম্প্রতি এই এতদিনের কেরিয়ারের মধ্যে থেকে একটি ঘটনা সকলের সাথে শেয়ার করলেন।এই অভিনেত্রী।জানালেন কত সহজে সেই সময় অপরিচিত এক অভিনেতার সাথে দ্রুত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।

ঘটনাটি ঘটেছিলো ” ইয়ে শালি জিন্দেগী ” ছবির অডিশন দেওয়া কালীন।ছবির প্রয়োজনে অডিশনে ছবির আরেক অভিনেতা অরুনোদয় সিংয়ের সাথে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথা জানানো হয় তাকে।

880f8 img 20190520 wa0013

এদিকে তখন ওই অভিনেতাকে তেমন ভাবে চিনতেন না অদিতি, তাই হঠাৎ তার সাথে একেবারে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়টি ঋতিমতো কঠিন একটি বিষয়ে মনে হয় ওই অভিনেত্রীর।যদিও অরুনোদয় অত‍্যন্ত ভদ্র হওয়ায় তার সেই কাজ করতে খুব একটা সমস্যা হয়নি ।

সম্পর্কিত খবর