বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অনভিজ্ঞ শ্রীলঙ্কান বোলিং লাইন-আপ পারলো না। প্রবল চাপের মধ্যেও দুর্দান্ত প্রত্যাবর্তন করল পাকিস্তান (Pakistan Cricket Team)। বিশ্বকাপের ইতিহাসে এতদিন সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের নামের পাশে। ২০১১ সালে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২৯ তাড়া করে জিতেছিল। কিন্তু এদিন বিশ্বকাপে (2023 ODI World Cup) সেই ইতিহাস বদলে দিয়ে মহম্মদ রিজওয়ানরা (Md Rizwan) জয় পেলেন ৩৪৪ রান তাড়া করে। এর পরের ম্যাচেই তারা মুখোমুখি হবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দলের (Indian Cricket Team)। তার আগে এই জয় আত্মবিশ্বাস্য অনেকটাই বাড়িয়ে দিল পাকিস্তানের, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
পাকিস্তানের আগে কোনওদিনও বিশ্বকাপে ৩০০ রান তারা করে ম্যাচ জেতা নেই। ১৯৯২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬৩ রান তারা করতে নেমে জয় পাওয়াটা ছিল তাদের ইতিহাসের সেরা বিশ্বকাপের রান তাড়া করে জয়। কিন্তু এদিন চাপে পড়েও অসাধারণ প্রত্যাবর্ষণ করে সেই ইতিহাসটা বদলে দিলো আবদুল্লা শফিকরা। আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিত শর্মার ভারতীয় দল নিশ্চয়ই এই ম্যাচের দিকে নজর রাখছেন।
প্রথম ম্যাচে দুর্বল নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। এবার দ্বিতীয় ম্যাচে এশিয়া কাপে সুপার ফোরে হারের বদলা নিল তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে। কুশল মেন্ডিস এবং সমরাবিক্রমা অসাধারণ শতরান করে বড় স্কোলের দিকে নিয়ে যাচ্ছিলেন নিজেদের দেশকে। কিন্তু হাসান আলী (৪/৭১), হ্যারিস রাউফরা (২/৬৪) শেষ ১০ ওভারে অসাধারণ বোলিং করে ৩৪৪ রানে তাদের আটকে রাখেন। এরপর বাবর আজম এবং ইমাম উল হককে দ্রুত হারালেও আবদুল্লা শফিক (১১৩) এবং মহম্মদ রিজওয়ান (১৩১*) ঠান্ডা মাথায় খেলা ঘুরিয়ে দেন।
অপরদিকে পাকিস্তান ম্যাচের আগে ১১ ই অক্টোবর ভারতীয় দলকে নামতে হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচেও তারকা ওপেনার শুভমান গিল থাকছেন না। এটা একটা অনেক বড় ধাক্কা ভারতের কাছে। কিন্তু এখন শোনা যাচ্ছে রোহিত শর্মা অনুশীলন চলার সময় উরুতে চোট পেয়েছেন। যদিও সেই চোখ খুব একটা গুরুতর কিনা সেই নিয়ে কোনও ধারণা পাওয়া যায়নি। আর চোট পাওয়ার কিছুক্ষণ পরে ফের নেটে ব্যাট করতে নেমেছিলেন রোহিত। বেশিরভাগ ভারতীয় ক্রিকেটারদের এই দিন ঐচ্ছিক অনুশীলন ছিল। কিন্তু প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার কারণে নিজের ব্যাটিং নিয়ে অনেক খাটছেন হিটম্যান। আশা করা যায় তার চোট তাকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার মতো গুরুতর নয়।
আরও পড়ুন: একদিনে দুইবার সচিনকে টপকে গেলেন কোহলি! ODI ফরম্যাটে গড়লেন বিরাট রেকর্ড
অপরদিকে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলে দুটি পরিবর্তন করতে পারেন রোহিত। প্রথম ম্যাচে দায়িত্বজ্ঞানহীনের মতো ব্যাটিং করা শ্রেয়স আইয়ারকে বাদ দিয়ে সূর্যকুমার যাদবকে একটা সুযোগ দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি ভালো ছন্দ দেখিয়েছিলেন। তাছাড়া ৩ স্পিনারের পরিবর্তে এই ম্যাচে তিন পেসার নিয়ে নামতে পারেন রোহিত। আশঙ্কা করা হচ্ছে হয়তো রবি অশ্বিনের জায়গায় দলে ফিরতে পারেন শার্দূল ঠাকুর। ব্যাটিং এর গভীরতা আরো কিছুটা বাড়াতেই এই সিদ্ধান্ত নিতে পারেন রোহিত।