ভাইরাল ভিডিও:পাকিস্তানে টিভি চ্যানেলে ভাঙা চেয়ারে বসে উল্টে পড়লেন অথিতি

বাংলাহান্ট ডেস্কঃ অনুষ্ঠান (Programme) চলাকালীন হঠাৎ চেয়ার (Chair) থেকে পড়ে যায় এক ব্যক্তি। ঘটনার ফলে তড়িঘড়ি অনুষ্ঠানে বিরতি নিয়ে নেওয়া হয়। পাকিস্তানে (pakistan) টিভিতে এক চ্যানেলে এক অনুষ্ঠানে ঘটে এই হাস্যকর ঘটনাটি। আর তারপরই নেট দুনিয়ায় তা ভাইরাল (vairal) হয়ে যায়।

pakistan 2

পাকিস্তানে এক টিভি চ্যানলে পাক প্রধানমন্ত্রীর ব্যর্থতার বিষয়ে এক ডিবেট অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সঞ্চালিকা সয়ৈদা আয়েশা নাজের (Sayyida Ayesha Nazar)। যেখানে ইমরান খান (Imran Khan) সরকারের খামতি নিয়ে আলোচনা চলছিল। এই আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন দেশের বেশ ৪ জন গণ্যমান্য নাগরিক। পাক সরকার ইমরান খানের বিরুদ্ধে নিন্দা তখন চলছিল চরম পর্যায়ে। হঠাৎই তাঁদের মধ্যে একজন ব্যক্তি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে নিজের চেয়ার ভেঙে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যান। দেখুন ভিডিও

গোটা পাকিস্তান বাসী তখন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার দেখছিল। লাইভ অনুষ্ঠানে এইরকম অপ্রীতিকর অবস্থায় বিপাকে পড়েন সঞ্চালিকা সয়ৈদা আয়েশা নাজের নিজেও। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে তিনি বিরতি নিয়ে নেন। অনুষ্ঠান মধ্যস্থ এই ঘটনায় অবাক হয়ে যান স্টুডিওয় উপস্থিত সকলে।

অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হওয়ায় এডিট করার কোন সুযোগ থাকে না কর্তৃপক্ষের কাছে। ফলে দর্শকরা সরাসরি সমস্ত ঘটনা দেখতে পায়। এমন হাস্যকর ঘটনা ঘটায় মুহূর্তের মধ্যে ওই অনুষ্ঠানের এই অংশ নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে আবার এক্ষেত্রে মজা করে পাক সরকারের মতো চেয়ারের দোষ আছে বলেও ব্যঙ্গ করেছেন।


Smita Hari

সম্পর্কিত খবর