বছর ঘুরতেই ভাঙনের গুঞ্জন, পরকীয়ায় জড়িয়েছেন দুর্নিবার? বিচ্ছেদের চিন্তাভাবনা স্ত্রী মীনাক্ষির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একদিকে লাইন দিয়ে টলি ও টেলিপাড়ার জুটিরা। অন‍্যদিকে বিয়ের সানাইকে ছাপিয়ে যাচ্ছে ভাঙনের গুঞ্জন। অভিনেতা অভিনেত্রীদের থেকে সরে ব‍্যাপারটা এখন এসেছে সঙ্গীতশিল্পীদের মধ‍্যে। সাম্প্রতিক গুঞ্জন বলছে, কয়েক বছরের বিয়ে ভেঙে আলাদা হয়ে যাচ্ছেন দুর্নিবার সাহা (Durnibar Saha) এবং মীনাক্ষি মুখোপাধ‍্যায় (Minakshi Mukherjee)।

গত বছর ফেব্রুয়ারিতে অগ্নিসাক্ষী করে সাত পাক ঘুরে বিয়ে সেরেছেন সঙ্গীত জগতের এই জনপ্রিয় জুটি। তারও আগে ২০১৭ তে সেরেছিলেন আইনি বিয়ে। এক বছর গড়াতে না গড়াতেই নাকি অশান্তি শুরু হয়ে গিয়েছে দুর্নিবার মীনাক্ষির সংসারে। সুপুরুষ গায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি পরকীয়া চালাচ্ছেন!


দুজনের ঘর ভাঙার গুঞ্জন তুঙ্গে থাকলেও বিষয়টা নিয়ে মুখ খুলতে রাজি হননি দুজনের কেউই। মীনাক্ষি সরাসরি এড়িয়ে গিয়েছেন সংবাদ মাধ‍্যমের প্রশ্ন। যোগাযোগ করা যায়নি দুর্নিবারের সঙ্গেও। যদিও শোনা গিয়েছে, মীনাক্ষি নাকি বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন! জুটির সংসারে ফাটল ধরার গুঞ্জনে বেজায় মনখারাপ দুর্নিবারের অনুরাগীদের।

২০১৫ তে প্রথম আলাপ দুর্নিবার ও মীনাক্ষির। সকলের মতো সারেগামাপার মঞ্চেই প্রথম দুর্নিবারকে দেখেছিলেন মীনাক্ষি। সেখান থেকে খোঁজ সোশ‍্যাল মিডিয়ায়। শুরু দুজনের কথাবার্তা, তারপর প্রেম। দু বছরের মাথায়ই রেজিস্ট্রি ম‍্যারেজ সেরে নিয়েছিলেন দুর্নিবার ও মীনাক্ষি।

নিউটাউনের স্বপ্নভোর ব‍্যাঙ্কোয়েটে বসেছিল দুর্নিবার ও মীনাক্ষির বিয়ের আসর। সম্পূর্ণ সাবেকি বাঙালি রীতি মেনেই সেজেছিলেন বর কনে। দুর্নিবারের পরনে ছিল সাদা ধুতি পাঞ্জাবি ও মীনাক্ষি পরেছিলেন লাল বেনারসী, এক গা গয়না।

দুর্নিবার ও মীনাক্ষির বিয়ে উপলক্ষে চাঁদের হাট বসেছিল নিউটাউনে। সঙ্গীত জগতের বহু তারকাই এসেছিলেন এদিন। খাওয়া দাওয়াতেও কোনো ত্রুটি রাখেননি জুটি। বাঙালি পদে হয়েছিল অতিথি আপ‍্যায়ন।

সম্পর্কিত খবর

X