বিচ্ছেদের বছর ঘোরার আগেই দ্বিতীয় বিয়ে, মীনাক্ষীকে ভুলে ঐন্দ্রিলার প্রেমে হাবুডুবু দুর্নিবার

   

বাংলাহান্ট ডেস্ক: গত বছরেই ভেঙেছে প্রথম বিয়ে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) সঙ্গে সংসার ভেঙে বেরিয়ে এসেছেন গায়ক দুর্নিবার সাহা (Durnibar Saha)। বিচ্ছেদের পরের মাসেই নতুন সম্পর্কের কথাও ঘোষনা করে দিয়েছিলেন তিনি। বিনোদন জগতেই খুঁজে নিয়েছিলেন নতুন প্রেম। তিনি ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পার্সোনাল ম্যানেজার। এবার তাঁর সঙ্গেই দ্বিতীয় বার সাত পাক ঘুরতে চলেছেন দুর্নিবার।

মীনাক্ষীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন যখন তুঙ্গে তখনি পরকীয়ার অভিযোগ উঠেছিল দুর্নিবারের বিরুদ্ধে। কিন্তু নতুন সম্পর্ক লুকিয়েও রাখেননি তিনি। ঐন্দ্রিলার সঙ্গে ছবি শেয়ার করে যেন বার্তা দিয়েছিলেন, বেশ করেছি প্রেম করেছি। এবার বিয়ের খবরও জানিয়ে দিলেন দুর্নিবার। চলতি বছরেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

durnibar oindrila

সম্প্রতি এক সাক্ষাৎকারে দুর্নিবার ঐন্দ্রিলা জানিয়েছেন, আগামী ৯ ই মার্চ বিয়ে করছেন তাঁরা। সাক্ষাৎকারে নিজেদের প্রথম দেখা হওয়ার গল্প শোনান ঐন্দ্রিলা। তিনি জানান, গত বছর ডিসেম্বর মাসেই দুর্নিবারের সঙ্গে তাঁর প্রথম আলাপ হয়। শহরের একটি নামী রেস্তোরাঁয় একটি শো শুনতে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রথম আলাপ দুজনের।

প্রথম দেখাতেই ফোন নম্বর নিয়ে রেখেছিলেন একে অপরের। কিন্তু কথা তখন শুরু হয়নি। এরপর কয়েক মাস পর আবারো দেখা দুজনের, একটি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। তখনি ঐন্দ্রিলা প্রস্তাব দেন পার্ক স্ট্রিটের পাবে যাওয়ার। অন্যদিকে দুর্নিবার বলেন, লক্ষ্মীছাড়া ব্যান্ডের শো দেখতে যাবেন। এই শোতেই যাবতীয় সমীকরণ বদলে যায়।

একে অন্যের প্রতি টানটা দুজনেরই ছিল। তাই সম্পর্কে জড়াতে আর দ্বিধা করেননি কেউ। দুর্নিবার বলেন, কিছু সম্পর্ক যে ঠিক নয় সেটা বুঝতে পেরেছেন তিনি। তবে এখন মনে হয়, তাঁর হাতটা কেউ শক্ত করে ধরে রেখেছেন। মোহর (ঐন্দ্রিলা) তাঁর জীবনের সঠিক মানুষ বলে মনে করেন দুর্নিবার।

durnibar minakshi

বসন্তেই চার হাত এক হতে চলেছে দুর্নিবার ঐন্দ্রিলার। অনুষ্ঠান নিয়ে সমস্ত পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা। এবারেও সঙ্গীতের একটা বড় ভূমিকা থাকছে। ঐন্দ্রিলা ওরফে মোহরের পছন্দ বিয়ের সানাই আর দুর্নিবারের গাওয়া রবীন্দ্রসঙ্গীত। আর দুর্নিবারের তরফে থাকছে জ্যাজ মিউজিক।

প্রসঙ্গত, সঙ্গীতজগতের প্রিয় জুটি ছিলেন দুর্নিবার মীনাক্ষি। প্রেম করে বিয়ে সেরেছিলেন দুজনে। কয়েক বছর লিভ ইন করার পর ২০২১এ সামাজিক ভাবে বিয়ে সেরেছিলেন দুর্নিবার মীনাক্ষি। বছর ঘুরতে না ঘুরতেই সংসারে ফাটল ধরে তাঁদের। এবার দ্বিতীয় বিয়েও সেরে নিচ্ছেন দুর্নিবার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর