আর্থিক সাহায্য নিয়ে উড়িষ্যা সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লেন দ্যুতি চাঁদ।

আর্থিক সাহায্যের ইস্যুতে এবার সরাসরি উড়িষ্যা সরকারের সাথে সংঘাতে জড়িয়ে পড়লেন ভারতীয় অ্যাথলিট দ্যুতি চাঁদ। এই ঘটনাটির সূত্রপাত ঘটে কয়েকদিন আগে যখন দ্যুতি চাঁদ জানিয়েছিলেন যে অলিম্পিকের প্রস্তুতির জন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই, যা ছিল তা প্রায় শেষ হয়ে গিয়েছে। সেই কারণে তিনি নিজের পছন্দের বিএমডব্লিউ গাড়িটি বিক্রি করতে চলেছেন।

উড়িষ্যা সরকার দাবি করে যে, দ্যুতি চাঁদকে পর্যন্ত পরিমাণ সাহায্য করা হয়েছে কিন্তু ওড়িশা সরকারের দাবিকে সরাসরি মিথ্যা বলেছেন দ্যুতি চাঁদ। দ্যুতি চাঁদ জানিয়েছেন যে, 2018 সালে এশিয়ান গেমসে সোনা জয়ের পর উড়িষ্যা সরকার তিন কোটি টাকা আর্থিক সাহায্য ছাড়া আর কোন প্রকার সাহায্য করে নি দ্যুতি চাঁদকে।

8989976101ad75b832792861b8e40812e7913ba6d5e746ed8a7b4186eab93ba803bccb5d

তবে দ্যুতি চাঁদের এই দাবিকে সরাসরি উড়িয়ে দিয়ে উড়িষ্যা সরকারের তরফে জানানো হয়েছে 2018 সাল থেকে এখনো পর্যন্ত দ্যুতি চাঁদকে 4.09 কোটি টাকা সাহায্য করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
ইতিমধ্যেই ভুবনেশ্বরে নিজের ট্রেনিং শুরু করে দিয়েছেন দ্যুতি চাঁদ। তবে তিনি জানিয়েছেন অর্থের অভাবের জন্য এখনও পর্যন্ত অলিম্পিক লেভেলের ট্রেনিং করতে পারছেন না তিনি।


Udayan Biswas

সম্পর্কিত খবর