উৎসবের মরশুমে এই কোম্পানি দিচ্ছে ৩০ হাজার নতুন চাকরি, লাগবে না কোনও বড়সড় ডিগ্রি

বাংলা হান্ট ডেস্কঃ সামগ্রী ডেলিভারি সমেত লজেস্টিক সুবিধা উপলব্ধ করানো ইকম এক্সপ্রেস (Ecom Express) আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৩০ হাজার মানুষকে জীবিকা (Job) দেওয়ার যোজনা বানিয়েছে। তবে এই চাকরি অস্থায়ী হবে। কোম্পানি ই-বাণিজ্য (E Commerce) কোম্পানি গুলর সাথে উৎসবের মরশুমে বেরে চলা প্রয়োজন সম্পূর্ণ করতে নতুন নিযুক্তি করার যোজনা বানিয়েছে। কোভিড-১৯ এর আগে কোম্পানির কর্মচারীর সংখ্যা ২৩ হাজারের মতো ছিল। কোম্পানি লকডাউনের পর বেড়ে চলা অনলাইন অর্ডারের প্রয়োজন মেটাতে বিগত কয়েক মাসে ৭ হাজার ৫০০ নতুন কর্মচারী নিযুক্ত করেছে।

ecom

করোনার কারণে মানুষ মুদির সামগ্রী, ওষুধ আর অন্য সামগ্রীর জন্য ই-কমার্স সাইট গুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইকম এক্সপ্রেসের বরিষ্ঠ আধিকারিক সৌরভ দীপ সিংলা বলেন, ‘মহামারী ই-কমার্স কে অন্য এক যায়গায় নিয়ে গিয়েছে। উৎসবের মরশুমে আমাদের ই-বাণিজ্য গ্রাহক আরও বেশি করে কেনাকাটায় উদ্যোগী, আর আমাদের এটা সুনিশ্চিত করতে হবে যে, তাঁদের দাবি যেন সময়মতো পূরণ হয়। আর এই কারণেই আমরা নতুন করে নিযুক্তি করার জন্য উদ্যোগী হয়েছি।”

ecom 2

নতুন করে নিযুক্তির এই প্রক্রিয়া ১০ অক্টোবর পর্যন্ত চলবে। উনি জানান, এই কদিনে আমরা ৩০ হাজার অস্থায়ী কর্মী নিয়োগ করব। উনি জানান, গত বারের উৎসবের মরশুমের আগে আমরা ২০ হাজার অস্থায়ী কর্মী নিযুক্ত করেছিলাম। আর তাঁদের মধ্যে এক তৃতীয়াংশ কর্মীকে আমরা স্থায়ী পদে নিযুক্ত করি। কারণ উৎসবের পরেও অনলাইন কেনাকাটির ডিমান্ড ভালোই ছিল।

ই-বাণিজ্য কোম্পানি অনুযায়ী, তাঁদের ব্যবসার বড় অংশ এই উৎসবের মরশুমেই শুরু হয়। আর নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য বড় নিবেশ করা হয়। ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্ট (Flipkart) ফাস্ট ডেলিভারি আর নানান রকম সামগ্রী উপলব্ধ করানোর জন্য ৫০ হাজারের বেশি দোকানের সাথে নতুন করে ব্যবসা শুরু করেছে।

amazon flipkart festival sale 1569572764

আরেকদিকে, অ্যামজন ইন্ডিয়ার (Amazon India) পাঁচটি কেন্দ্র (বিশাখাপত্তনাম, ফাহরুখ নগর, মুম্বাই, ব্যাঙ্গালুরু আর আহমেদাবাদ) কে যুক্ত করার ঘোষণা করেছে। এর সাথে সাথে তাঁদের বর্তমানের আটটি কেন্দ্রকে আরও বড় করার ঘোষণা করেছে। সিংলা ইকম এক্সপ্রেসে নিযুক্তি করবে আর মহানগর এবং ছোট ছোট শহরে কর্মীর সংখ্যা বাড়াবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর