বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে এখন রেশন কার্ড সংক্রান্ত যেকোনো পরিষেবা নিতে চাইলে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক হয়ে গেছে। নতুন সদস্য যোগ করা হোক, RKSY-2 থেকে RKSY-1 ক্যাটাগরি বদল করা হোক বা শুধু ই-রেশন কার্ড (e-Ration Card) ডাউনলোড,সব কিছুর জন্যই আগে রেজিস্টার্ড মোবাইল নম্বর লাগবে।
কীভাবে বাড়িতে বসে আপনার রেশন কার্ডে (e-Ration Card) ফোন নম্বর যুক্ত করবেন?
অনেকেই অনলাইন পোর্টালে কাজ করতে গিয়ে “No mobile number is tagged with the family at present” মেসেজটি দেখছেন। এই বার্তা মানে আপনার রেশন কার্ডে কোনও ফোন নম্বর যুক্ত নেই। তবে চিন্তার কিছুই নেই। এখন বাড়িতে বসেই খুব সহজে মোবাইল নম্বর লিঙ্ক করা যায়। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়া সহজ ভাষায় ব্যাখ্যা করে দেওয়া হলো।
১. প্রথমে মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ যান। এখান থেকেই রেশন সম্পর্কিত সব অনলাইন পরিষেবা পাওয়া যায়।
২. হোমপেজ খুললে নিচের দিকে স্ক্রল করে E-Ration Card অপশনটি নির্বাচন করতে হবে।
৩. অপশনটিতে ক্লিক করলে একটি নতুন ট্যাব খুলবে। সেখানে “Click here to download e-Ration Card” লিঙ্কটি পাওয়া যাবে। এখান থেকেই মোবাইল নম্বর লিঙ্কের প্রক্রিয়া শুরু হয়।
৪. রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করুন। নতুন পেজে রেশন কার্ড নম্বরটি সঠিকভাবে লিখে ক্যাপচা পূরণ করুন। এরপর Search বাটনে ক্লিক করুন।
৫. যদি কার্ডে কোনও মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলে সিস্টেম বার্তা দেবে “No mobile number is tagged with the family at present.”
এরপর স্ক্রিনে পরিবারের সব সদস্য ও তাদের আধার লিঙ্ক স্ট্যাটাস দেখা যাবে। যেসব সদস্যের আধার কার্ড রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, তাঁদের মধ্যে একজনকে নির্বাচন করুন। তাঁর নামের পাশের Send OTP বাটনে ক্লিক করুন। এরপর আধার-লিঙ্কড নম্বরে একটি OTP যাবে। সেই OTP বসিয়ে ভেরিফাই করে পরবর্তী ধাপে যান।
৬. আধার ভেরিফিকেশন সম্পূর্ণ হলে নতুন মোবাইল নম্বর দেওয়ার অপশন আসবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন নম্বরটি আধার লিঙ্কড না হলেও চলবে। শুধু আপনি যে চালু নম্বরটি ব্যবহার করেন সেটিই দিতে হবে। নম্বরটি লিখে Send OTP ক্লিক করতে হবে।
৭. এরপর নতুন নম্বরে ৪ সংখ্যার OTP আসবে। OTP বসিয়ে Verify and Submit করুন।

আরও পড়ুনঃ SIR চলাকালীনই বড় বদল! নতুন ভোটারদের নাম তোলায় কঠোর নিয়ম ঘোষণা কমিশনের
সাবমিট করার সঙ্গে সঙ্গে রেশন কার্ডে মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে। এটি পরিবারের কমন নম্বর হিসেবে কাজ করবে। এর পরে কার সংক্রান্ত যেকোনো কাজ, যেমন- ই-রেশন কার্ড (e-Ration Card) ডাউনলোড, কার্ড সংশোধন, নতুন সদস্য যোগ, ক্যাটাগরি পরিবর্তনসহ সব অনলাইন পরিষেবার জন্য এই নম্বরেই OTP আসবে।












