বাংলা হান্ট ডেস্কঃ ফ্রেঞ্চ সাপ্তাহিক পত্রিকা শার্লি হেবদো (Charlie Hebdo) মঙ্গলবার পয়গম্বর মোহাম্মদ (Prophet Mohammed) এর কার্টুন প্রকাশিত করেছে। শার্লি হেবদো হামলায় অপরাধীদের মামলা শুরু হওয়ার মধ্যেই পত্রিকা এই ঘোষণা করেছে। ম্যাগাজিনের ডায়রেক্টর লরেন্ট রিস লেটেস্ট এডিশনে কার্টুনকে আবার ছাপা নিয়ে লিখেছেন, ‘আমরা কখনো ঝুঁকব না, কখনো হার মানবো না।”
জানিয়ে দিই, এই কার্টুন ছাপার জন্য ২০১৫ এর সাত জানুয়ারি শার্লি হেবদোর কার্যালয়ে দুই জঙ্গি ভাই এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। এই হামলায় ১২ জন প্রাণ হারিয়েছিলেন। ওই ১২ জনের মধ্যে অনেকেই বিশ্ব বিখ্যাত কার্টুনিস্ট ছিলেন। শার্লি হেবদোর অফিসে জানুয়ারি ২০১৫ হওয়া হামলা নিয়ে বুধবার ২ রা ডিসেম্বর থেকে শুরু হয়েছে। আর এরই মধ্যে পাঁচ বছর পর শার্লি হেবদো আবারও সেই কার্টুনকে পাবলিশ করল।
হামলাকারীরা একটি সুপার মার্কেটকেও নিজেদের নিশানায় নিয়েছিল। এই মামলায় প্যারিসে বুধবার ট্রায়াল শুরু হচ্ছে। ম্যাগাজিনের সম্প্রতি সংস্করণের কভার পেজে প্রায় ডজন খানেক কার্টুন ছাপা হয়েছে। আর সেই কভার পেজেই পয়গম্বর মোহাম্মদেরও কার্টুন ছাপা হয়েছে। জিন কাবুট নামের এক কার্টুনিস্ট এই কার্টুনটি বানিয়েছিলেন। ২০১৫ সালে জঙ্গি হামলায় উনি মারা যান। শার্লি হেবদোর ফ্রন্ট পেজের হেডলাইনে লেখা হয়, ‘এটা শুধু তাঁরই জন্য।”
ম্যাগাজিনের সম্পাদকীয় টিম জানায়, এটাই সেই কার্টুনকে আবারও ছাপার সঠিক সময়। টিম জানায়, এই হামলার মামলা এখন শুরু হয়েছে আর এরজন্য এই কার্টুনটিকে আবারও ছাপা খুব দরকারি। টিম জানায়, জানুয়ারি ২০১৫ এরপর আমাদের সবাই বারবার জিজ্ঞাসা করত যে, আমরা আবারও পয়গম্বর মোহাম্মদ-এর কার্টুনের দ্বিতীয় সংস্করণ কবে ছাপব?