এই গাছের চাষ করলে ঘরে বসেই কোটিপতি হয়ে যাবেন, জেনে নিন কিভাবে শুরু করবেন

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান যুগে যেভাবে গোটা বিশ্ব আর্থিক সংকটের মুখে পড়েছে, তখন সকলেই চায় চাকরি কিংবা ব্যবসা করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে। কিন্তু আজ আপনাকে কোনো চাকরি বা ব্যবসার কথা আমরা বলবো না। বরং এমন এক উপায়ের কথা আপনি আজ জানবেন যার মাধ্যমে খুব কম সময়ের মধ্যে এক বিশাল অর্থের মালিক হয়ে যেতে পারেন আপনিও। দেখে নেয়া যাক এই সহজ পদ্ধতি।

ছোটবেলা থেকেই আমরা কমবেশি সকলেই কৃষি কাজের কথা পড়ে এসেছি কিংবা সামনে থেকে দেখে এসেছি। আজকের আমাদের আলোচনার বিষয় মালাবার নিম চাষ। এই মালাবার নিম সাধারণ নিমের থেকে তুলনামূলকভাবে একটু আলাদা হয়। এবং এটির সবচেয়ে বড় সুবিধা হল মালাবার নিমকে আপনারা আপনাদের ফসলের সাথে লাগাতে পারেন ফলে খুব বেশি জমির প্রয়োজন হয় না।

এই মালাবার নিমকে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় ডাকা হয়ে থাকে। উল্লেখ্য বিষয়, এটি দু’বছরের মধ্যে প্রায় 40 ফুট পর্যন্ত বাড়তে থাকে, তাই এর বৃদ্ধিকে অনেকেই ইউক্যালিপটাসের বৃদ্ধির সঙ্গে তুলনা করে থাকে। কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্যে এর চাষ সবচেয়ে বেশি হয়ে থাকে। এখন মালাবার নিম গাছের কয়েকটি সুবিধা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এটি চাষের জন্য খুব বেশি জল এর প্রয়োজন হয় না। অল্প পরিমাণ জলের দ্বারা এর চাষ করা সম্ভব। মার্চ এবং এপ্রিল মাসে এর বীজ বপন করা হয়ে থাকে। চার একর জমিতে প্রায় পাঁচ হাজার পর্যন্ত গাছ লাগানো সম্ভব বলে জানা যায় এবং সব রকম মাটিতেই এর চাষ করা সম্ভব।

Malabar Neem scaled 1

পাঁচ বছরের মধ্যে এটি কাঠ দেওয়ার যোগ্য হয়ে ওঠে। মালাবার নিম গাছ এক বছরে প্রায় 8 ফুট উচ্চতা পর্যন্ত বৃদ্ধি পায়। সবচেয়ে বড় কথা, এর কাঠ পাতলা হওয়ায় কাঠ শিল্পের জন্য সবচেয়ে কার্যকর হিসেবে বিবেচিত হয়। একটি গাছের ওজন প্রায় দেড় থেকে দুই টন হয় এবং অন্তত গাছপ্রতি 500 টাকা কুইন্টাল বাজারে বিক্রি সম্ভব। জানা যায়, চার একর জমিতে চাষ করে সহজেই 50 লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায়। ফলে আজই শুরু করুন এই ব্যবসা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর