আগস্টেই কলকাতায় মাটিতে ইস্ট-মোহন ডার্বি, ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি দুই প্রধান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন পর কলকাতার মাটিতে ফিরতে চলেছে ইস্ট-মোহন ডার্বি। আসন্ন ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে এক মাস ব্যাপী প্রতিযোগিতার দিনক্ষণ। ১৬ই  আগস্ট থেকে আরম্ভ হবে ভারতের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টটি এবং ফাইনালটি অনুষ্ঠিত হবে ১৮ই সেপ্টেম্বর। উদ্বোধনী এবং ফাইনাল, দু’টি ম্যাচই আয়োজিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

<span;> কলকাতার মাঠে শেষবারের সাক্ষাতে ম্যাচ জিতেছিল মোহনবাগান। এবার এটিকে মোহনবাগান রূপে তারা কলকাতার মাটিতে নামবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। মাঝে দুটি মরশুম করোনার কারণে গ্যালারিতে বসে ডার্বির উত্তেজনা উপভোগ করতে পারেনি দুই পক্ষের সমর্থকরা। ১৩১ তম ডুরান্ড কাপ সমর্থকদের জন্য আগেই সেই সুযোগ এনে দিচ্ছে।

<span;>এবারের প্রতিযোগিতায় মোট ২০টি দল
<span;>অংশগ্রহণ করবে। অসম এবং মণিপুরের মাঠেও প্রথমবার এই প্রতিযোগিতা খেলা হবে। কলকাতা ডার্বি সহ ১০টি ম্যাচ আয়োজন করা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে যার মধ্যে নক আউট পর্বের সাতটি ম্যাচও সামিল থাকছে।

<span;>গুয়াহাটি এবং ইম্ফলেও পাশাপাশি খেলা হবে নৈহাটি স্টেডিয়ামেও প্রতিযোগিতার কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষবার এই প্রতিযোগিতা জিতেছিল এফসি গোয়া। কলকাতার ফুটবলপ্রেমীরা চাইবেন এবার যেন ট্রফি আবার কলকাতায় ফেরত আসে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর