বাংলা হান্ট নিউজ ডেস্ক: টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় সম্প্রতি ফের একবার বেঁধে গিয়েছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বন্দ্ব। এমনটা অবশ্য নতুন কিছুই নয়। বাংলার দুই প্রধানেরই রয়েছে অগুণিত ভক্তকুল। প্রায়ই ম্যাচের রেজাল্ট, প্লেয়ার সাইন করানো কিংবা ট্রফি জিততে পারাবা না পারার ওপর ভিত্তি করে একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে থাকেন লাল হলুদ এবং সবুজ মেরুন সমর্থকরা। কিন্তু এবার যে বিশেষ কারণে তারা তর্কে জড়িয়েছেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো।
<span;>বিশ্বের বিভিন্ন বড় ক্লাবে নিজেদের ভক্তদের জন্য ক্লাবের জার্সির রং এর মার্চেন্ডাইস বিক্রি করে থাকে। তার ব্যতিক্রম হয়নি এটিকে মোহনবাগানও। সম্প্রতি তাদের নতুন জুতো প্রকাশ্যে এসেছে অনলাইনে যার দাম দেখানো হয়েছে ৭১৩ টাকা। ওই দুটোর ওপর সবুজ মেরুন রং এবং তার ওপর স্পষ্ট করে লেখা রয়েছে জয় মোহনবাগান।
<span;>সেই জুতোর ছবির স্ক্রিনশট তুলে এক ইস্টবেঙ্গল ভক্ত শেয়ার করে লিখেছিলেন বাজারে এলো মাচা জুতো, যার দাম মাত্র ৭১৩ টাকা। পোস্টটি মুহূর্তের মধ্যেই প্রবল ভাইরাল হয়। ইস্টবেঙ্গল ভক্তরা মোহনবাগানকে ‘জুতা বিক্রি করে ক্লাব চালাতে হচ্ছে’, এমন কটাক্ষ করে এই পোস্টটি শেয়ার করতে থাকে। পালটা দেন মোহনবাগান সমর্থকরাও। তাদের মধ্যে থেকে কেউ কেউ মন্তব্য করেন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুগ্রহে যে ক্লাব চলে তার সমর্থকদের আবার এত কথা কিসের।
<span;>ছাপার অযোগ্য ভাষায় দুই দলের সমর্থকরা একে অপরকে এমন কিছু বলেন যা এই প্রতিবেদনে তুলে ধরা গেল না। কিন্তু ইস্টবেঙ্গল এবং ইমামের মধ্যে চুক্তি যে এখনো সম্পন্ন হয়নি তা একদম সত্যি কথা। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করার পথে হাঁটবে দুই পক্ষ। তবে সেই সময়টা যে ঠিক কখন হয়ে উঠবে তা এখনো জানেন না ইস্টবেঙ্গল সমর্থকরা।