বাংলা হান্ট নিউজ ডেস্ক: লাল-হলুদ এবার বদলে যাচ্ছে নীল-সাদায়। সেই রং নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের গর্ব ছিল, ছিল অহংকারও, সেই গল্পের লাল হলুদ রং তাই আর থাকছে না। হ্যাঁ, এমনটাই দেখা গেল ইস্টবেঙ্গল ক্লাবের বার্ষিক মেম্বারশিপ কার্ডের রঙে। ঘর থেকে কার্ডটি লাল-হলুদের জায়গায় হতে চলেছে নীল সাদা রঙের। ফলে ক্ষুব্ধ হয়েছেন অনেক ইস্টবেঙ্গলের সমর্থকই।
ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক রং দেখতে পাচ্ছে। যেহেতু শাসকগোষ্ঠীর সঙ্গে অনেকটাই ঘনিষ্ঠ বর্তমান ইস্টবেঙ্গল কর্তারা তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকে আশঙ্কা করছেন। তবে হাত গুটিয়ে না থেকে কিছু সমর্থক গোষ্ঠী ভবিষ্যতে বড় আন্দোলনের পথে যাবে বলে প্রস্তুতি নিচ্ছেন। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে কোনো রাজনৈতিক দলের জোট থাকতে পারে এমনটা অনেকেই মেনে নিতে আপত্তি করছেন।
পুরো কার্ডে ইস্টবেঙ্গল নামটি লাল-হলুদ রঙে লেখা থাকলেও কার্ডটি বাকি অংশ নীল সাদা রঙে মোড়ানো। তবে এই নিয়ে কোন বিতর্ক বা সম্প্রতি দেখছেন না ক্লাবের শীর্ষ কর্তারা। দেবব্রত সরকার ঝিনি সমর্থকদের মধ্যে নিজেরা বলেই পরিচিত তার সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি। ক্লাব সচিব করলেন মজুমদার জানিয়েছেন যে এতে রাজনীতির কোন যোগ নেই ইস্টবেঙ্গল ক্লাবের কোনওদিনও রাজনীতি ঢুকবে না। ক্লাবে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সবদিক ভেবেচিন্তেই তারা এগিয়েছেন।
এই সকল বিতর্কের মাঝেই আগামীকাল রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ডুরান্ড নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কনস্ট্যানটাইনের দল। প্রথম ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে দাপট দেখিয়ে আসেনি। তৃতীয় ম্যাচে টিমের মধ্যে বোঝাপড়া আরো ভাল হবে বলে আশা করছেন সমর্থকরা। তুহিন দাস, নাওরেম মহেশ, ভিপি সুহেরদের কাছ থেকে পুরো পয়েন্ট আশা করছেন ভক্তরা।