ভারতেই iPhone 14 তৈরি করতে প্রস্তুত Apple, কমবে দামও! জানুন কবে থেকে শুরু হবে উৎপাদন

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই বিশ্বজুড়ে ক্রমশ চাহিদা বাড়ছে Apple-এর স্মার্টফোনগুলির। শুধু তাই নয়, মোবাইলপ্রেমীদের কাছেও পছন্দের তালিকায় একদম প্ৰথমসারিতে থাকে Apple-এর iPhone। এমতাবস্থায়, ভারতে ক্রমশ বাজার দখল করছে এই সংস্থা। এমনকি, এবার Apple তাদের নতুন স্মার্টফোন iPhone 14 ভারতেই তৈরি করতে চলেছে বলে জানা গিয়েছে।

মূলত, iPhone-এর লেটেস্ট জেনারেশনের ফোনগুলি চিনের বাইরে উৎপাদন করার ক্ষেত্রে বেশ কয়েক মাস সময় লেগে যেত। পাশাপাশি, iPhone 13 লঞ্চের ক্ষেত্রেও প্রায় তিন মাস পর ভারতে iPhone 13 সিরিজ উৎপাদনের কাজ শুরু হয়। তবে, এবার এই ক্ষেত্রে বদল আনার পরিকল্পনা করা হচ্ছে। সর্বোপরি, নতুন এই পরিকল্পনার ফলে ভারতের সাপ্লাই চেনেও বড়সড় বদল আনা সম্ভব হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, iPhone উৎপাদনের কাজে Apple-কে সাহায্য করে Foxconn নামক একটি সংস্থা। এতদিন যাবৎ তাইওয়ানের ওই সংস্থাটি উৎপাদনের ক্ষেত্রে চিনকেই প্রাধান্য দিত। কিন্তু, এবার চিনের পাশাপাশি বিভিন্ন দেশে iPhone উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও, এই সিদ্ধান্তের পেছনে চিন এবং তাইওয়ানের মধ্যে চলা ক্রমবর্ধমান উত্তপ্ত পরিস্থিতিকেই মূল কারণ হিসেবে দেখিয়েছেন একাধিক বিশেষজ্ঞ। শুধু তাই নয়, মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকেই এই দুই দেশের মধ্যে একটা “ঠান্ডা লড়াই”-য়ের আবহ তৈরি হয়েছে।

এই প্রসঙ্গে TF ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ গ্রূপের মিং-চি কু-র মত বিশ্লেষকরা জানিয়েছেন যে, Apple এই দুই দেশে তাদের আসন্ন iPhone-কে একইসময়ে শিপিং করবে। যা Aplple-এর সাপ্লাই চেনে বৈচিত্র্য নিয়ে আসার ক্ষেত্রে অন্যতম বেঞ্চমার্ক হয়ে উঠবে। পাশাপাশি, আরও জানা গিয়েছে যে, Foxconn Technology Group ভারতের দক্ষিণ প্রান্তের শহর চেন্নাইতে অবস্থিত তাদের প্ল্যান্টে iPhone 14-এর যন্ত্রপাতিকে অ্যাসেম্বল করবে।

iphone

এমতাবস্থায়, মনে করা হচ্ছে, iPhone 14 অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতে তৈরি হয়ে বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে। পাশাপাশি, সেপ্টেম্বরের শুরুতে এটির লঞ্চ হতে পারে। এছাড়াও, সূত্র অনুযায়ী জানা গিয়েছিল যে, iPhone 14 সিরিজের নতুন ৪ টি ফোন লঞ্চ হতে পারে। সেগুলি হল iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max। যদিও, এই প্রসঙ্গে Apple এবং Foxconn মারফত এখনও কোনো তথ্য সামনে আসেনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর