১০৩ বছর সম্পূর্ণ হওয়ার দিনে ট্রান্সফার মার্কেটে ঝড় তুললো ইস্টবেঙ্গল, দলে আসছেন সুহের, অমরিন্দররা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ইস্টবেঙ্গলের ১০৩ বছর সম্পূর্ণ। ইস্টবেঙ্গল ক্লাব যাকে ঘিরে ছিন্নমূল বাঙালি আকাশ ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছিল। এই ইস্টবেঙ্গলই নাকি দেশভাগের পর পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নেওয়া রিফিউজি সর্বহারা বাঙালিকে ফের উঠে দাঁড়িয়ে লড়াই করার প্রেরণা জুগিয়েছিল। এই ইস্টবেঙ্গলই সমর্থকদের কাছে যেন খোঁচা খাওয়া বাঘ যারা পিছিয়ে পড়লে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। হ্যাঁ, ইস্টবেঙ্গল যেন ঘুরে দাঁড়াতে জানে, এই কথা শুধুমাত্র ইস্টবেঙ্গল সর্মথকরা না, গোটা ভারতের ফুটবলপ্রেমীরাই জানে এবং আজ ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গলের কার্যকলাপ এমনই ইঙ্গিত দিচ্ছে যার থেকে মনে হচ্ছে আইএসএলে যোগ দেওয়ার প্রথম দু’বছরের করুন স্মৃতি কাটিয়ে ঘুরে দাঁড়াবে লাল-হলুদ ক্লাব।

east bengal 1

দীর্ঘদিন ধরে সমর্থকদের অভিযোগ ছিল যে ইমামি এবং ইস্টবেঙ্গলের কর্মকর্তারা কোন সিদ্ধান্তে আসতে পারছেন না ফলে দলগঠনে দেরি হয়ে যাচ্ছে। আগামীকালই চুক্তি সম্পূর্ণ হতে চলেছে ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের। এখন ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গলের কার্যকলাপ রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। একের পর এক তারকা ফুটবলারের সঙ্গে কথা চালাচ্ছেন তারা এবং অভাবনীয় ভাবে অতি কম সময়ের মধ্যে বেশকিছু তারকা ফুটবলার রাজি হয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গলের যোগ দিতে।

আরও পড়ুন:

আমরা সম্পর্ক জুড়ে রাখতে পারদর্শী, ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পর আশ্বাস ইমামি কর্তাদের

ইস্টবেঙ্গলে এবার ফিরতে চলেছেন কেরালার তারকা স্ট্রাইকার ভিপি সুহের। গত কয়েক মরসুমে নর্থইস্ট ইউনাইটেড এর হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন তিনি। পাখি দলে নেওয়ার জন্য আগ্রহী ছিল কেরালা ব্লাস্টার্স কিন্তু শোনা যাচ্ছে সুহেরের প্রথম পছন্দ ইস্টবেঙ্গল। তবে শুধুমাত্র সুহের নন। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এটিকে মোহনবাগানের তারকা এবং এই মুহূর্তে দেশের শ্রেষ্ঠ গোলকিপার অমরিন্দর সিংয়ের সঙ্গেও কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ইস্টবেঙ্গল যে অফার করেছে সেটা খুবই পছন্দ হয়েছে অমরিন্দরের। এখন ইস্টবেঙ্গল তাকে এটিকে মোহনবাগানের কাছ থেকে রিলিজ চেয়ে নিতে অনুরোধ জানিয়েছে।

সঙ্গে সঙ্গে জামশেদপুর এফসি-র ঋত্বিক দাস-এর সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। গত মরশুমে তার গোলেই এটিকে মোহনবাগানকে পেছনে ফেলে লিগশিল্ড জিতেছিল জামশেদপুর। কিন্তু ঋত্বিক দাসকে আনা এতটা সহজ হবে না কারণ জামশেদপুরের সঙ্গে তার চুক্তিতে একটি এক্সটেনশন ক্লজ রয়েছে। কিন্তু এই আক্রমণাত্মক উইঙ্গারকে দলে নেওয়ার জন্য মরিয়া লাল হলুদ ম্যানেজমেন্ট। সেইসঙ্গে কেরালা ব্লাস্টার্স এর মনিপুরী ফরওয়ার্ড নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত ইস্টবেঙ্গলের। তবে সুহেরের মতো তিন বছর নয় তাকে দুই বছরের চুক্তিতে দলে নিচ্ছে লাল-হলুদ ক্লাব। গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলে দুটি গোল করেছিলেন তিনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর