বাংলা হান্ট নিউজ ডেস্ক: একটা বড় অংশের ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক তাদের ক্লাবের খেলার বিষয়ে উৎসাহ হারিয়ে ফেলেছেন। তাই আজ যখন ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছিল লাল হলুদ ব্রিগেড, তখন সাধারণ ম্যাচ ডে-এর তুলনায় স্টেডিয়ামে সমর্থক সংখ্যা অনেক কম ছিল। তার মধ্যেই চলতি বছরের দ্বিতীয় মাসে বছরের প্রথম জয় তুলে নিয়ে সমর্থকদের কিছুটা শান্তি দিলো স্টিফেন কনস্ট্যানটাইনের দল।
পর পর ম্যাচ হেরে ‘গো ব্যাক’ ধ্বনি উঠতে শুরু করেছিল ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের নামে। আজকের জয়ের পর তাই কিছুটা সাময়িক স্বস্তি পাবেন তিনি। যদিও এই জয় লিগ টেবিলে ইস্টবেঙ্গলের অবস্থার কোনও পরিবর্তন ঘটালো না। তারা থেকে গেল ৯ নম্বরেই।
এই মুহূর্তে ১৬ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৫। চলতি মরশুমে তারা মাত্র ৫ টি ম্যাচ জিততে পেরেছে এবং ১১ টি ম্যাচে তাদের হারের মুখ দেখতে হয়েছে। আট নম্বরে থাকা চেন্নাইয়ান এফসির সমসংখ্যক ম্যাচ খেলে তাদের চেয়ে আপাতত ৩ পয়েন্টে পিছিয়ে রয়েছে লাল হলুদ শিবির।
আজ প্রথমার্ধে ইস্টবেঙ্গল ফরোয়ার্ড ভিপি সুহেরের গোল অফসাইডের কারণে বাতিল হয়। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন ক্লিয়েটন সিলভা। ৭৭ মিনিট নাগাদ ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। তার দল এই মুহূর্তে ৯ নম্বরে থাকলেও তিনি এই মুহূর্তে লিগের সর্বোচ্চ গোলদাতাদের দৌড়ে তিনি যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছেন। হাতে রয়েছে আরও ৪টি ম্যাচ। তিনি ইস্টবেঙ্গলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হতে পারলে বেশ আশ্চর্যজনক ব্যাপার হবে সেটি।
আজ ম্যাচের ১৬ মিনিটে অঙ্কিত মুখার্জিকে তুলে নেওয়ার পর তিনি মেজাজ হারিয়ে জার্সি খুলে ছুঁড়ে মারেন। এই নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে সমর্থকদের মধ্যে। আজকের ৪-৪-২ ফর্মেশনে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গলের মোবাসির রহমান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।