মোহনবাগান ক্লাবের বড় ঘোষণার মাঝেই CFL-এ প্রতিপক্ষকে ৫ গোলের মালা পরালো ইস্টবেঙ্গল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কলকাতা লিগের (CFL) ম্যাচগুলি দেখার পাশাপাশি এই মুহূর্তে ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের মনে এটাই সবচেয়ে বড় চিন্তা যে ডুরান্ড কাপে একটি শক্তিশালী দলকে মাঠে নামানো যাবে তো। প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan SG) অনেক বেশি প্রস্তুত হয়ে ওই প্রতিযোগিতা খেলতে নামবে তাতে কোনও সন্দেহ নেই। তাদেরকে করা প্রতিদ্বন্দ্বিতা মাঠে উপহার দেওয়া যাবে কিনা সেইটা এই মুহূর্তে একটা বড় চিন্তা ইস্টবেঙ্গল ভক্তকুলের মনে।

এর মাঝেই আজ কলকাতা লিগের খেলায় প্রতিপক্ষ উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব-কে কার্যত উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। এই মরশুমে তাদের ষষ্ঠ সিএফএল ম্যাচ। তরুণ ব্রিগেডের খেলায় প্রতিদিনই উন্নতি হচ্ছে। ডুরান্ডের চিন্তা আপাতত মূলতুবি রেখে আজ ম্যাচের দিকে নজর রেখেছিলেন সমর্থকরা। আর তাদের হতাশ করেনি বিনা জর্জের ছেলেরা।

যদিও ইস্টবেঙ্গল মাঠে আয়োজিত আজকের ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকায় অনেকেরই কপালে ভাঁজ পড়েছিল। কিন্তু ৫৩ মিনিটে দীপ সাহার গোলে স্বস্তি ছেড়ে লাল-হলুদ শিবিরে। এরপর পরিবর্ত হিসেবে নামা তন্ময় ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। অনেকেই তখন ভেবেছিলেন যে নাটকের এখানেই শেষ। কিন্তু তেমনটা হয়নি।

৯০ মিনিটের পরে অতিরিক্ত সময়ে আরো তিনটি গোল করে ইস্টবেঙ্গল। এর মধ্যে দুটি গোল করেন অভিষেক কুঞ্জম এবং অপর গোলটি সিকে আমনের। ৯০ মিনিট শেষ হওয়ার ২ সেকেন্ড পরে দূরপাল্লার শটে করা অভিষেকের গোলটি আজকের ম্যাচের সেরা গোল ছিল। এরা ছাড়াও তরুণ ডিফেন্ডার গুরনাজ সিংয়ের খেলা নজর কেড়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের।

অপরদিকে মরশুমের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং আগের বছরগুলি থেকে অর্জিত অভিজ্ঞতা নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। খ্যাতনামা স্প্যানিশ ফিটনেস ট্রেনার সের্গি মোরেরার সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেললো সবুজ মেরুন ম্যানেজমেন্ট। গত মরশুমে আইএসএল জিতলেও চোট আঘাতের সমস্যা ভুগিয়েছিল বাগানকে। এই মরশুমের শুরুতেও ছোটখাট চোট আঘাতের সমস্যা লেগেই রয়েছে। তাই এই বড় সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর