লিগের প্রথম জয়! পিছিয়ে গিয়েও ক্লিয়েটনের জোড়া গোলে দুরন্ত প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ম্যাচে সময় যত গড়াচ্ছিল, সমর্থকদের মধ্যে আশা-নিরাশার দোলাচল বাড়ছিল ততই বেশি। গত ম্যাচের মতোই দ্বিতীয়ার্ধে পরিকল্পনাহীন ফুটবল খেলতে দেখা যাচ্ছিল ইস্টবেঙ্গলকে (East Bengal)। আইএসএলের (ISL 2023/24) দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট নষ্ট করার দূর্ভাবনা যখন চেপে বসেছে ইস্টবেঙ্গল সমর্থকদের কাঁধে, ঠিক তখনই যেন দেখা গেল ম্যাজিক। গোল থেকে মোটামুটি ২৭ গজ দূরে সাউল ক্রেসপো-কে ফাউল করেছিলেন হায়দ্রাবাদ এফসির সাহিল।

স্পটে বল বসিয়ে দূরত্বটা ভালো করে জরিপ করে নিলেন ইস্টবেঙ্গলের হয়ে গত মরশুমে বারবার নায়ক হওয়া ব্রাজিলিয়ান। রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত এবং টিভির পর্যায়ে চোখ রাখা ইস্টবেঙ্গল সমর্থকরা মুগ্ধ হয়ে দেখলেন কিভাবে মানবপ্রাচীর টপকে টপ কর্ণার দিয়ে পরিবর্ত হিসেবে নামা হায়দ্রাবাদের গোলকিপার অনুজ কুমারকে পরাস্ত করে বল জালে চড়িয়ে ইস্টবেঙ্গল এর মরশুমের প্রথম জয় নিশ্চিত করলেন ক্লিয়েটন সিলভা (Cleiton Silva)।

cleiton eb

ডুরান্ডে বিনা প্রস্তুতিতে মাঠে নামতে হয়েছিল তাকে। একেবারেই মন জয় করতে পারেননি দর্শকদের। গত মরশুমের হিরো এই মরশুমে ফ্লপ হবেন, এই চিন্তায় যখন আচ্ছন্ন লাল হলুদ সমর্থকরা ঠিক তখনই হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের দ্বিতীয় আইএসএল ম্যাচে ফের নায়ক হয়ে উঠলেন এই তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর তার উপহার দেওয়া আজকের এই জয় আরও স্পেশাল। কারণ আইএসএলে এই প্রথমবার হায়দ্রাবাদ এফসি-র বিরুদ্ধে জয় পেলো লাল হলুদ শিবির।

আরও পড়ুন: ফের সৌদিতে রেকর্ড ৩৮-এর রোনাল্ডোর! কিভাবে এই বয়সেও এত ক্ষুধার্ত? রহস্য ফাঁস ব্রাজিলিয়ান ডাক্তারের

অবশ্য শুধু ম্যাচের শেষ মুহূর্তে নয়, ম্যাচের ৮ মিনিটে যখন হিতেশের গোলে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছে এবং ইস্টবেঙ্গল সমর্থকরা প্রবল দুর্ভাবনায় ভুগছেন ঠিক তখনই দু মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের তুলে আনা প্রতিআক্রমণ ঠান্ডা মাথার চিপে ফিনিশ করেন ক্লিয়েটন। এখন সমর্থকরা আফসোস করছেন এই নিয়ে যে প্রথম ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে যদি শুরু থেকে খেলতেন তিনি, তাহলে হয়তো ওই ম্যাচ থেকেও পুরো পয়েন্ট নিয়েই ফিরতে পারতো ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: টানা দ্বিতীয় জয়! ইস্টবেঙ্গলের সুবিধা করে দিয়ে ঘরের মাঠে ফের বেঙ্গালুরুকে হারালো মোহনবাগান

তবে এই ম্যাচে জয় পেলেও ইস্টবেঙ্গলের খেলা খুব সন্তুষ্ট করবে না কোচ কার্লেস কুয়াদ্রাতকে। দলে এখনো অনেক ভুল ভ্রান্তি রয়েছে। মাঝমাঠ এখনও সম্পূর্ণরূপে সামলাতে পারছেন না ক্রেসপো ও বোরহা হেরেরা। মুম্বাই সিটি এফসি বা মোহনবাগান সুপার জায়ান্টসের মতন প্রতিপক্ষের বিরুদ্ধে হয়তো দুই বিদেশী ডিফেন্ডার নিয়েই মাঠে নামতে হবে ইস্টবেঙ্গলকে। গত ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করা হাভিয়ের সিভেইরো এই ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন গোল করে দলকে জয় এনে দেওয়ার। কিন্তু এদিনও খুব ভালো জায়গা থেকে নিজের পুরনো দলের বিরুদ্ধে সুযোগ নষ্ট করেছেন তিনি। বেঙ্গালুরর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলার আগে এই বিষয়গুলি হয়তো ভাবাবে ইস্টবেঙ্গল কোচকে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর