মোহনবাগানের আইলিগ জয়ী গোলকিপার শঙ্কর রায় যোগ দিতে চলেছেন ইস্টবেঙ্গলে।

Published On:

মোহনবাগানের হয়ে আইলিগ জয়ী গোলকিপার শঙ্কর রায় এবার যুক্ত হতে চলেছেন ইস্টবেঙ্গলের সাথে। ইস্টবেঙ্গলের সাথে প্রায় কথাবার্তা পাকা করে ফেলেছেন শঙ্কর রায়। কিন্তু এই মুহুর্তে যেহেতু দেশজুড়ে লকডাউন চলছে তাই এখন অফিসিয়ালি সমস্ত কাজকর্ম বাকি রয়েছে শঙ্কর রায় এবং ইস্টবেঙ্গলের মধ্যে। শঙ্কর রায় জানিয়েছেন আমার এজেন্ট ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের সমস্ত শর্ত দেখে নিয়েছেন। জানা গিয়েছে ইস্টবেঙ্গলের সাথে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করতে চলেছেন শঙ্কর রায়।

শঙ্কর রায় জানিয়েছেন, আমি মহামেডন স্পোর্টিং এর হয়ে আগেই খেলেছি, এই মরশুমে মোহনবাগানের হয়ে আইলিগ জিতলাম, এবার ইস্টবেঙ্গলে খেলতে চলেছি। আমার একটা বৃত্ত সম্পূর্ণ হল। আমি কেরিয়ারের শুরুতেই কলকাতার তিন প্রধানের হয়ে খেলার অভিজ্ঞতা অর্জন করতে চলেছি এটা আমার জন্য একটা বড়ো প্রাপ্তি। শঙ্কর আরও জানিয়েছেন, শঙ্কর জানিয়েছেন জামশেদপুর এফসি আমাকে ভালো অফার দিয়েছিল কিন্তু আমি ঠিক করি এই মরশুমের শেষে ইস্টবেঙ্গল ক্লাবে সাইন করবো।

এবার আইলীগে মোহনবাগান জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শঙ্কর রায়। দেবজিৎ মজুমদার এবং শিল্টন পালের মত অভিজ্ঞ গোলরক্ষক দলে থাকার সত্ত্বেও কিবু ভিকুনা ভরসা দেখিয়েছিলেন এই শঙ্কর রায়ের উপর। আইলীগের ডার্বি ম্যাচেও গোলের নীচে দারুন পারফরম্যান্স করেছিলেন এই শঙ্কর রায়। সেই কারণেই ইস্টবেঙ্গল এবার উঠেপড়ে লেগেছে শঙ্কর রায়কে দলে নেওয়ার জন্য।

সম্পর্কিত খবর

X