করোনার জন্য দেশজুড়ে লকডাউন চলছে এমন পরিস্থিতিতে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে ইস্ট বেঙ্গল। লাল হলুদ কর্মকর্তারা একের পর এক তারকা ফুটবলার কে নিজেদের দলে অন্তর্ভুক্ত করছেন। এমনকি ইস্ট বেঙ্গল কর্তারা এতটাই আত্মবিশ্বাসী যে তারা দাবি করছেন নতুন মরশুমে তারা আইএসএল খেলবে।
ইস্ট বেঙ্গল কর্তারা আইএসএল খেলার দাবি করলেও বাস্তব চিত্র অন্যরকম। ফেডারেশন সূত্রে জানানো হয়েছে, নতুন মরশুমে ইস্ট বেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা খুবই কম। এক ফেডারেশন কর্তা জানিয়েছেন বুধবার রাতে মার্কেটিং পার্টনারের সাথে আমরা বিশেষ বৈঠকে বসেছিলাম কিন্তু সেই বৈঠকে ইস্ট বেঙ্গলের সম্পর্কে কোনো কথায় হয় নি, এমনকি সেই বৈঠকে ইস্ট বেঙ্গলের কথা একবারও উচ্চারণ হয় নি। এছাড়াও আইএসএলে নতুন দল নেওয়ার ব্যাপারে কোনো আলোচনা হয় নি।
ফেডারেশনের তরফে ঠিক করা হয়েছিল আগস্টে নতুন মরশুম শুরু হলে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে দেওয়া হবে আইএসএল। কিন্তু দেশজুড়ে করোনা তান্ডবের জন্য এই মুহূর্তে ফেডারেশনের সেই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সম্ভবনা নেই বললেই চলে। তাই এবার আইএসএল একটু দেরিতে শুরু করতে হবে ফেডারেশনকে। দেরিতে শুরু হওয়ার কারনে প্রত্যেক আইএসএল দলের 27 টি করে ম্যাচ করাও সম্ভব হবে না। তাই এমন পরিস্থিতিতে কোনো নতুন দল নিয়ে ফেডারেশন আর জটিলতা বাড়াতে চাইছে না আইএসএলে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের আইএসএল খেলার কোনো সম্ভাবনাই দেখছে না ফেডারেশন কর্তারা।