দুরন্ত মহামেডান! এলোমেলো ইস্টবেঙ্গল, লিগ জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন ডেভিডরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ কলকাতা লিগে (CFL 2023) সুপার সিক্স পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে মহামেডানের (Mohammedan SC) মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এই মরশুমে ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছে। কলকাতা লিগ ছাড়া আর অন্য কোনও ট্রফির জন্য ইস্টবেঙ্গল লড়াই করতে পারবে কি না তা নিয়ে বড় সন্দেহ রয়েছে সমর্থকদের। তাই গ্রুপ পর্বে শুধুমাত্র জুনিয়র ফুটবলাররা খেললেও ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু ফল হল হিতে বিপরীত।

চলতি কলকাতা লিগে দুরন্ত ছন্দে আছে মহামেডান স্পোর্টিং। দুরন্ত ফর্মে রয়েছেন সাদাকালো ব্রিগেডের তারকা ফুটবলার ডেভিড। তাদের বিরুদ্ধে অনেক সতর্ক হয়ে নামা উচিত ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা লিগে খেলে আছে টিমের বদলে টিম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে তার ফল ভুগতে হয় ইস্টবেঙ্গলকে।

আজ ইস্টবেঙ্গল কে ২-১ ফলে হারিয়ে টানা তৃতীয়বার কলকাতা লিগ জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল সাদা-কালো শিবির। এদিন প্রথমার্ধেই ডেভিড করেন জোড়া গোল। ম্যাচের ভাগ্য যেন ওখানেই নির্ধারিত হয়ে গিয়েছিল। ওয়েস্ট বেঙ্গলের এই দিন যে টিম মাঠে নেমেছিল তাদের মধ্যে যে বোঝাপড়ার অভাব রয়েছে সেটা স্পষ্ট ছিল।

যদিও দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন নন্দকুমার। কিন্তু মহামেডান সমর্থকদের অভিযোগ যে ওই পেনাল্টিটা একেবারেই ন্যায্য ছিল না। তবে এই নিয়ে সুপার সেক্সের দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেল মহামেডান। ১৪ ম্যাচ খেলে মহামেডানের ৩৫ পয়েন্ট, আগামী ২৩ তারিখ ডায়মন্ড হারবারের বিরুদ্ধে নামবে সাদা কালো বাহিনী।

আরও পড়ুন: উড়ে গেল ওড়িশা, রসগোল্লা ডার্বিতে বড় জয় মোহনবাগানের!

অপরদিকে এই হার ইস্টবেঙ্গলকে অনেকটাই পিছিয়ে দিল কলকাতা লিগ জয়ের দৌড় থেকে। সাদাকালো ব্রিগেড এর চেয়ে ১ ম্যাচ কম খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৩০‌। সুপার সিক্স এ নিজেদের বাকি চারটি ম্যাচ জিতলেও লিগ জয়ের জন্য ইস্টবেঙ্গলকে বাকি দলগুলোর খেলার ফলাফলের ওপর নির্ভর করতে হচ্ছে‌। আজ এই অবস্থার জন্য সমর্থকরা ভুলভাল দল নির্বাচনকেই দায়ী করছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর