বাংলাহান্ট ডেস্ক: গরমকালে লোকাল ট্রেনে ঘর্মাক্ত যাত্রার অভিজ্ঞতা এবার হয়ত বদলাতে চলেছে। পূর্ব রেল (Eastern Railway) লোকাল ট্রেনের যাত্রীদের জন্য এমন উদ্যোগ নিয়েছে যা শুনে ধন্য ধন্য করছেন যাত্রীরা। গোটা দেশে মুম্বাইতে ২০১৭ সালে প্রথম চলাচল শুরু করে এসি লোকাল ট্রেন। এবার সেই পথেই হাঁটতে চলেছে পূর্ব রেল (Eastern Railway)।
পূর্ব রেলের (Eastern Railway) বড়সড় উদ্যোগ
এবার শিয়ালদা ডিভিশনে এসি লোকাল ট্রেন (Local Train) চালানোর প্রস্তুতি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসি লোকাল ট্রেন চালানোর অনুমতি চেয়ে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে শিয়ালদা ডিভিশন। সূত্রের খবর, এসি লোকাল ট্রেন তৈরি করা হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। তবে সেই এসি ট্রেন হাওড়া নাকি শিয়ালদা ডিভিশনে চলাচল করবে, সেই বিষয়ে অবশ্য স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
রেল বোর্ড অনুমতি দিলে আইসিএফ থেকে একটি লোকাল এসি ট্রেন এসে পৌঁছাবে শিয়ালদায়। সূত্রের খবর, এসি লোকাল ট্রেন চালানোর জন্য আলাদাভাবে পরিকাঠামো গড়ে তুলতে হবে না। এসি লোকাল ট্রেন চালানোর জন্য একটি আবেদন পত্র রেল বোর্ডের কাছে পাঠানো হয় ২০২২ সালে। তবে নতুন এসি লোকাল ট্রেন কোন রুটে চালানো হবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরোও পড়ুন : এখনও বিপদ কাটেনি পার্থর! কী জন্য এত ভুগছেন প্রাক্তন মন্ত্রী? জানিয়ে দিলেন চিকিৎসকরা
২০১৭ সালে মুম্বাইতে প্রথম এসি লোকাল ট্রেন চালানো হয়। প্রাথমিকভাবে ৫০ টাকা ভাড়া ধার্য করা হয় এসি লোকাল ট্রেনের। তবে সাড়া না পাওয়ায় এসি লোকাল ট্রেনের ভাড়া কমিয়ে ২৫ টাকা করা হলে অপেক্ষাকৃত উন্নতি হয় যাত্রী চাহিদার। বর্তমানে কলকাতা মেট্রোর প্রত্যেকটি করিডোরে চলাচল করে এসি মেট্রো ট্রেন।
আরোও পড়ুন : দু বছর গোপনে প্রেম, জলসার নায়কের সঙ্গেই বিয়ের পিঁড়িতে জি এর সিরিয়ালের নায়িকা!
এমনকি বেশ কয়েক বছর ধরে কলকাতার একাধিক রুটে চলাচল করছে এসি বাসও। সাধারণ বাসের তুলনায় এসি বাসের ভাড়া বেশ কিছুটা বেশি হলেও যাত্রীদের সাড়া মিলছে ভালোই। এমনকি আগামী দিনে কলকাতার রাজপথে আরো কিছু এসি বাস নামানোর পরিকল্পনা রয়েছে রাজ্যের পরিবহণ দপ্তরের। এবার পূর্ব রেল শিয়ালদা ডিভিশনেও এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে।
সূত্রের খবর, আপাতত পরীক্ষামূলকভাবে এসি লোকাল ট্রেন চালানো হতে পারে শিয়ালদা ডিভিশনে (Sealdah Division)। পরে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে রুট নিয়ে। শিয়ালদা ডিভিশনের এক আধিকারিকের কথায়, ‘‘পরিকাঠামো একেবারে তৈরি। আমরা আগেও রেল বোর্ডকে চিঠি দিয়েছি।’’