হাওড়া ডিভিশনে রেলের কাজ, ১০ দিনের পাওয়ার ব্লকে কোন কোন ট্রেন চলবে না? এক নজরে দেখুন তালিকা

Published on:

Published on:

Eastern Railway Announces Power Block on Howrah Division
Follow

বাংলা হান্ট ডেস্কঃ হাওড়া ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য জরুরি খবর। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্যাণ্ডেল-কাটোয়া শাখায় একাধিক দিনের পাওয়ার ও ট্রাফিক ব্লক ঘোষণা করল ইস্টার্ন রেলওয়ে (Eastern Railway)। এর জেরে আগামী কয়েকদিন নির্দিষ্ট সময়ে একাধিক লোকাল ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সময়সূচিতে বদল আসছে।

ব্যাণ্ডেল-কাটোয়া শাখায় ১০ দিনের পাওয়ার ব্লক

ইস্টার্ন রেলওয়ের (Eastern Railway) বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাণ্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম ও অম্বিকা কালনা স্টেশনের মাঝে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৫ ডিসেম্বর থেকে ১০ দিন পাওয়ার ব্লক থাকবে। এই ব্লক প্রতিদিন দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টে ৪০ মিনিট পর্যন্ত কার্যকর হবে।

যে তারিখগুলিতে ট্রেন চলাচল নিয়ন্ত্রণে থাকবে

পাওয়ার ব্লকের কারণে নিচের দিনগুলিতে ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ থাকবে। তারিখ গুলি হল –
১৫ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর, ১৯ ডিসেম্বর, ২২ ডিসেম্বর, ২৪ ডিসেম্বর, ২৬ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর, ২ জানুয়ারি (২০২৬) ও ৫ জানুয়ারি (২০২৬)।

কোন কোন ট্রেন বাতিল থাকছে

এই দিনগুলিতে বাতিল থাকছে—

  • ৩৭৭৪৯ ব্যাণ্ডেল – কাটোয়া লোকাল (দুপুর ১২টা ১৫)
  • ৩৭৭৪৮ কাটোয়া – ব্যাণ্ডেল লোকাল (দুপুর ১টা)
  • ৩৭৯২৪ কাটোয়া – হাওড়া লোকাল দুপুর ২টো ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টে ৪৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে।

কাটোয়া – দাঁইহাট অংশে ৫ দিনের ট্রাফিক ব্লক

পয়েন্ট ও ক্রসিংয়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ১৬ ডিসেম্বর থেকে ৫ দিনের জন্য ব্যাণ্ডেল – কাটোয়া শাখার কাটোয়া ও দাঁইহাট স্টেশন লিমিটের মধ্যে ডাউন লাইনে দিনের বেলায় ট্রাফিক ব্লক করা হবে।

তারিখ অনুযায়ী ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ

১৬ ডিসেম্বর

  • বাতিল: ভোর ৩টে ০৫ মিনিটের ব্যাণ্ডেল–কাটোয়া লোকাল
  • বাতিল: ভোর ৪টে ২২ মিনিটের কাটোয়া–ব্যাণ্ডেল লোকাল
  • নিয়ন্ত্রণ: মালদা টাউন এক্সপ্রেস ১০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে

১৮ ডিসেম্বর

  • বাতিল: দুপুর ১২টা ১৫-এর ব্যাণ্ডেল–কাটোয়া লোকাল
  • বাতিল: দুপুর ১টার কাটোয়া–ব্যাণ্ডেল লোকাল

১৯ ডিসেম্বর

  • বাতিল: দুপুর ১২টা ১৫-এর ব্যাণ্ডেল–কাটোয়া লোকাল
  • বাতিল: দুপুর ১টার কাটোয়া–ব্যাণ্ডেল লোকাল

Railway Recruitment 550 Apprentice Jobs Open at RCF

আরও পড়ুনঃ দশম পাস করলেই রেলে চাকরি! আবেদন শুরু, কীভাবে ফর্ম ফিলাপ করবেন? জানুন

২০ ডিসেম্বর

  • বাতিল: দুপুর ১২টা ১৫-এর ব্যাণ্ডেল–কাটোয়া লোকাল
  • বাতিল: দুপুর ১টার কাটোয়া–ব্যাণ্ডেল লোকাল
  • সময় পরিবর্তন: কাটোয়া–হাওড়া লোকাল দুপুর ২টো ৪৫-এর বদলে বিকেল ৩টে ৪৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে (Eastern Railway)