বাংলা হান্ট ডেস্ক: তৃণমূলের দিল্লি অভিযানে বড় ধাক্কা। বিশেষ ট্রেন বাতিল করল পূর্ব রেল (Eastern Railway)। তৃণমূলের (TMC) দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন বাতিল করার ঘোষণা রেল কর্তৃপক্ষের। কোচ না পাওয়ার কারণেই ট্রেন বাতিল, বিজ্ঞপ্তি জারি করে জানানো হল রেল কর্তৃপক্ষের তরফে।
উল্লেখ্য, ২ ও ৩ অক্টোবর ‘দিল্লি চলো’ (Delhi Cholo) অভিযানের জন্য একটি বিশেষ ট্রেনের আবেদন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। বিশেষ ট্রেনের রওনা দেওয়ার কথা ছিল শনিবার সকাল ৮টায়। পরের দিন অর্থাৎ রবিবার সকাল ৮টা নাগাদ পৌঁছনোর কথা ছিল। তবে রেলের তরফে তৃণমূল কংগ্রেসকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, যে কম্পোজিশনে স্পেশাল ট্রেনের জন্য আবেদন করা হয়েছিল সেই ট্রেনটি পাওয়া যাবে না। সেই সংখ্যক কামরা না পাওয়ার কারণে এই ট্রেন চালানো যাবে না বলে জানানো হয়েছে রেলের তরফে। অর্থাৎ, একেবারে যাত্রার আগের শেষ মুহূর্তে ট্রেন বাতিলের ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১০০ দিনের কাজের কর্মী (MGNREGA) থেকে শুরু করে আবাস যোজনা প্রাপক-সহ কম করে তিন থেকে চার হাজার মানুষের যাওয়ার কথা ছিল এই ‘দিল্লি চলো’ অভিযানে। তাঁরা ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। নেতাজি ইন্ডোরে রয়েছেন তাঁরা। কিন্তু শেষ মুহূর্তে জানিয়ে দেওয়া হল, এই ট্রেন চালানো যাবে না। যার ফলে এবার কীভাবে তৃণমূল এত সংখ্যক মানুষকে নিয়ে দিল্লি যেতে পারে, এখন সেটাই দেখার।
এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘আমাদের থামানোর আরও একটি মর্মান্তিক চেষ্টা। পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ বঞ্চিত মনরেগা এবং আবাস যোজনার প্রাপকদের দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য যে বিশেষ ট্রেনের আবেদন করা হয়েছিল, তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। বাংলার ন্যায্য পাওনা সুরক্ষিত করার জন্য, ওদের ছলচাতুরীর ফলে আমাদের প্রতিশ্রুতি থেকে আমরা একটুও নড়ব না।’
Yet ANOTHER piteous attempt to stop us!
The Eastern Railway authorities have denied our request for a special train to take the deprived MGNREGA and Awas Yojana beneficiaries to Delhi.
However, their devious tactics won’t deter our commitment to secure Bengal’s rightful dues!… pic.twitter.com/2z35kGSVJz
— All India Trinamool Congress (@AITCofficial) September 29, 2023
এই নিয়ে তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা বাংলা হান্ট-কে এক্সক্লুসিভলি বলেন, ‘এটা থেকেই পরিষ্কার বিজেপি ভয় পেয়েছে। আমরা কথাবার্তা চালাচ্ছি বিকল্প ব্যবস্থা হচ্ছে। যেই সংখ্যক লোক যাওয়ার কথা ছিল, তার থেকে আরও বেশি মানুষ যাবেন। প্রয়োজনে হেঁটে হেঁটে যাওয়া হবে।’