বাংলা হান্ট ডেস্ক: যাত্রীসংখ্যা কমতে থাকায় হাওড়া-আসানসোল-ধানবাদ শতাব্দী এক্সপ্রেসের দুটি এসি চেয়ার কাট কামরার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পড়বো রেল (Eastern Railway)। সূত্রের খবর, আগামী ১ সেপ্টেম্বর থেকে হাওড়া-আসানসোল-ধানবাদ ট্রেনে এই নিয়ম লাগু করা হবে।
এসি চেয়ার কার কামরা কমছে শতাব্দীতে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব-রেল (Eastern Railway)
পূর্ব রেলের তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হল। সূত্রের খবর, যাত্রীসংখ্যা ধীরে ধীরে কমতে থাকায় হাওড়া-আসানসোল-ধানবাদ শতাব্দি এক্সপ্রেসের দুটি এসি চেয়ার কার কামরা কমানো হবে। এই নিয়ম ১ সেপ্টেম্বর থেকে লাগু করা হবে।
জানা যায়, এখন থেকে ৭টি এসি চেয়ারকারের জায়গায় থাকবে ৫টি এসি চেয়ারকার। এর অন্যতম কারণ মাত্র ৩০ থেকে ৪০ মিনিট দূরত্বের মধ্যে হাওড়া থেকে পরপর শতাব্দী এক্সপ্রেস (Shatabdi Express) ও বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express) আসানসোল হয়ে ধানবাদ এর দিকে যাচ্ছে। তবে যখন এই বন্দেভারত ছিল না, তখন শতাব্দী এক্সপ্রেস ছিল দুর্গাপুর (Durgapur), আসানসোল (Asansol) ও ধানবাদের (Dhanbad) যাত্রীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ট্রেন।
আরও পড়ুন: বর্ষার দিনে পারফেক্ট কম্বিনেশন খিচুড়ির সঙ্গে, রইল মা ঠাকুমাদের পুরোনো এই রেসিপি…
কিন্তু বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express) শুরু হওয়ার পর থেকে এই পরিস্থিতি পাল্টে গিয়েছে।হাওড়া-আসানসোল-ধানবাদ শতাব্দি এক্সপ্রেসে (Shatabdi Express) যাত্রী সংখ্যা কমতে থেকেছে। এমনকি বৃহস্পতিবারও এই ট্রেনে প্রায় ৪৮ টি এসি চেয়ার কার সিট খালি ছিল। এই বিষয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, দিনে দিনে যাত্রী কমে যাওয়ার কারণেই আগামী ১ সেপ্টেম্বর থেকে হাওড়া-আসানসোল-ধানবাদ সেকশনে্য চলাচলকারী শতাব্দী এক্সপ্রেসের দু’টি এসি চেয়ারকার কামরা তুলে নেওয়া হবে। তিনি আরও জানান, পরে যদি যাত্রী সংখ্যা বাড়ে তাহলে আসন সংখ্যা বাড়ানোর বিষয়টি নিয়ে ভাবা হবে।