বাংলাহান্ট ডেস্ক : পরপর দুটি এসি লোকাল (AC Local Train) চালু হয়েছে বাংলায়। শিয়ালদহ ভায়া বনগাঁ রানাঘাট এবং শিয়ালদহ ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন লোকাল। দুই ট্রেন নিয়েই উচ্ছ্বসিত সংশ্লিষ্ট রুটের যাত্রীরা। বেশ ভিড়ও হচ্ছে দুই ট্রেনেই (AC Local Train)। উপরন্তু পুজোর আগেই এই দুই ট্রেন চালু হওয়ায় আরও সুবিধা হয়েছে যাত্রীদের। এবার এসি লোকাল নিয়ে এল নতুন আপডেট।
এসি লোকালের (AC Local Train) রুট নিয়ে নতুন সিদ্ধান্ত
পূর্ব রেল সূত্রে খবর, দুই এসি লোকালের (AC Local Train) ক্ষেত্রে আরও কিছু স্টেশন যুক্ত করা হয়েছে, যেগুলিতে দাঁড়াবে ট্রেন।জানা যাচ্ছে, শিয়ালদহ রানাঘাট লোকালের ক্ষেত্রে বেলঘরিয়া এবং শ্যামনগর এই দুটি স্টেশন যুক্ত হয়েছে। অন্যদিকে শিয়ালদহ বনগাঁ এসি লোকালের (AC Local Train) ক্ষেত্রে রুটে আরও কয়েকটি স্টেশন যুক্ত করা হয়েছে।
কোন স্টেশন যুক্ত হচ্ছে: জানা যাচ্ছে, এই রুটে নতুন যুক্ত স্টেশনগুলি হল চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিরা এবং বিরাটি। যদিও এই সিদ্ধান্ত পরীক্ষামূলক ভাবে নেওয়া হয়েছে বলে খবর। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এক মাস পর্যন্ত এই দুই রুটে নতুন যুক্ত হওয়া সাতটি স্টেশনে এসি লোকালগুলি (AC Local Train) থামবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : ‘তৃণমূলের ৫ জন NDA প্রার্থীকে সমর্থন করেছেন’, রাধাকৃষ্ণণের জয়ের পর বোমা ফাটালেন তরুণজ্যোতি তিওয়ারি
পরীক্ষামূলক ভাবে নেওয়া সিদ্ধান্ত: জানা যাচ্ছে, রেল একমাস পরীক্ষা করে দেখবে এই নতুন স্টেশনগুলিতে কতজন যাত্রী উঠছে। সেইমতো এক মাস পর থেকে ওই স্টেশনগুলিতে ট্রেন থামবে নয়তো থামবে না। এই স্টেশনগুলিতে এসি লোকাল (AC Local Train) থামা নিয়ে আগে থেকেই যাত্রীরা দাবি জানিয়ে আসছিলেন। তারপরেই এই সিদ্ধান্ত পূর্ব রেলের।
আরও পড়ুন : শেষমেষ কাটল চিংড়িঘাটা-জট, চলতি মাসেই শুরু কাজ, পুজোর মুখেই ট্রাফিক ব্লক?
মূলত বনগাঁ রুটে যাত্রীদের সুবিধার জন্য এসি লোকাল চালু করা হয়েছিল। প্রচণ্ড গরমে এবং ভিড়ে যাতে যাত্রীরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রথম থেকেই এসি লোকালেও কার্যত ঠাসা ভিড়। এমতাবস্থায় আরও এসি লোকালের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা।