ভুলে যাবেন নিরামিষ পদ, বাড়িতে এভাবে বানান রসুন আলুপোস্ত, তারিফ হবেই

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির প্রিয় খাদ্যতালিকায় একেবারে প্রথম দিকেই জায়গা করে নেবে আলুপোস্ত। ঘটি-বাঙালের দ্বন্দ্ব ভুলে বাঙালি মানেই পোস্ত প্রেমী। চড়া দাম যতই চোখ রাঙাক না কেন, নিরামিষের দিনে আলুপোস্ত অন্যতম পরিচিত পদ (Recipe) বাঙালি বাড়িতে। তবে রসুন আলুপোস্ত খেয়েছেন কি কখনও? বাড়িতে এভাবে পোস্ত রান্না করে চেটেপুটে খাবে সকলে।

রসুন আলুপোস্তর রান্নার (Recipe) উপকরণ

আলু- ২ টি

পোস্ত- আধ কাপ

রসুন- ৪-৫ কোয়া

পেঁয়াজ- ১ টি মাঝারি আকারের

টমেটো- ১ টি

কাঁচালঙ্কা- ২ টি চেরা

শুকনো লঙ্কা- ১-২ টি (ঝাল অনুপাতে)

হলুদ গুঁড়ো- ১-২ চা চামচ

সর্ষের তেল, নুন, চিনি- পরিমাণ মতো

Easy Recipe of roshun aluposto

রসুন আলুপোস্ত রান্নার প্রণালী: আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে রাখতে হবে প্রথমে। ঝিরিঝিরি করে কেটে নিতে হবে পেঁয়াজ। মিক্সিতে বা শিলনোড়ায় পোস্ত (Recipe), রসুনের কোয়া এবং শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিতে হবে। টমেটো কুচি করে কেটে নিতে হবে।

আরও পড়ুন : ‘কার চাপে এখনও রাজনীতি করছে?’ মমতার ‘গুড বয়’ দেবকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে একে একে দিতে হবে পেঁয়াজ এবং টমেটো কুচি। মাঝারি আঁচে মিনিট দুয়েক ভেজে (Recipe) তার মধ্যে দিতে হবে কেটে রাখা আলু। আলুগুলো হালকা ভাজা হলে তার মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন, চিনি এবং হলুদ গুঁড়ো।

আরও পড়ুন : অতিরিক্ত চিন-প্রেমই কাল হল? বাংলাদেশে বিমান দুর্ঘটনার নেপথ্যে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

২ মিনিট মতো নাড়াচাড়া (Recipe) করে তার মধ্যে দিতে হবে আগে থেকে বেটে রাখা রসুন পোস্ত। সবটা বেশ করে মিশে গেলে আলু সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে। সেই সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে আঁচ কম করে রান্না করতে হবে কিছুক্ষণ। সবশেষে উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন রসুন আলুপোস্ত।