বাংলাহান্ট ডেস্কঃ ভাবিজি পাঁপড় (Bhaviji papad), খেলেই পালাবে করোনা, শুনতে অবাক লাগলেও, এমনই এক অদ্ভুত প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (Bharatiya Janata Party) নেতা অর্জুন রাম মেঘওয়াল। তাঁর দাবী এই পাপড় খেলেই নাকি একেবারে চিরতরে মুক্তি ঘটবে করোনার। শুধু শুধু টাকা খরচ করে আর প্রতিষেধকও তৈরি করতে হবে না।
করোনা ভ্যাকসিন
বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে এখনও সঠিক প্রতিষেধক আবিষ্কার করে উঠতে পারেনি বিশ্বের কোন দেশের বিজ্ঞানিরাই। তবে বেশ কয়েকটি করোনা ভ্যাকসিন নিয়ে চলছে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা। জানানো হয়েছে, খুব শীঘ্রই তা বাজারেও আসতে চলেছে।
ভাবিজি পাঁপড় খেলে, হার মানবে করোনা
এই পরিস্থিতিতে এক আজব প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। তিনি একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, ‘ভাবিজি পাঁপড় মানুষের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়, যা নাকি করোনা ভাইরাসকেও হার মানিয়ে দেবে। তাই আর টাকা খরচ করে প্রতিষেধক বানানোর প্রয়োজন নেই, এই পাঁপড় খেলেই রোগ মুক্তি ঘটবে’।
বিজেপি নেতার এই আজব মন্তব্যে হাসির রোল উঠেছে বিভিন্ন মহলে। সেই সঙ্গে তাঁর এই ভিডিও স্যোশাল মিডিয়াতেও ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তবে দেশের এই দুঃসময়ে কেন্দ্রীয় মন্ত্রীর এই পরামর্শ কি সত্যিই কাজে দেবে? নাকি তিনি নিজের মনগড়া এক কথা বলেছে, সেই নিয়েও উঠছে নানান প্রশ্ন।