“এই মাংস খাচ্ছে বলেই….”, কোহলিকে ভুল প্রমাণ করে ভারতীয় পেসারদের উন্নতির আজব তত্ত্ব আফ্রিদির

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) বরাবরই ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। আগের প্রজন্মের সুনীল গাভাস্কার, তারপরে সচিন টেন্ডুলকার, বর্তমানে বিরাট কোহলি, এবং আসন্ন প্রজন্মের জন্য সম্ভবত শুভমান গিল, মোটকথা ভারতীয় দলে কোনওদিনই ব্যাটিংয়ের উজ্জ্বল প্রতিভার অভাব হয়নি। তুলনামূলকভাবে বিশ্ব ক্রিকেটে রাজ করার মত ফাস্ট বোলার কম পেয়েছে ভারত। কখনো একজন কপিল দেব, কখনো একজন জাহির খান এসেছেন যারা দীর্ঘদিন ধরে বল হাতে বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছেন।

কিন্তু সেই প্রথার পরিবর্তন ঘটেছে গত কয়েক বছরে। ভারতীয় দলে এখন তারকা ফাস্ট বোলারের অভাব নেই। যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা যে কোনও দলের সম্পদ হয়ে ওঠার ক্ষমতা রাখেন। একসাথে এত যোগ্য ফাস্ট বোলার উঠে আসায় ভারতীয় দলও হয়েছে শক্তিশালী।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত নেবে BCCI! শুভমান গিলের পরিবর্ত হিসাবে সম্প্রতি শতরান করা এই তারকাকে চান রোহিত

এবার ভারতীয় দলে এই ফাস্ট বোলারদের একসাথে উদ্ধার নিয়ে এবার একটি আজব তত্ত্বা খাড়া করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। অতীতেও তিনি ভারতকে নিয়ে একাধিক আজব ও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন। কিন্তু এবার তিনি যে মন্তব্যটি করেছেন তা শুনলে চমকে যাবেন আপনিও।

shahid afridi asa

আফ্রিদি বলেছেন, “ভারতের জনসংখ্যা বিশাল হওয়া সত্বেও তাদের কাছে আগে ভালো ফাস্ট বোলার ছিল না। আমরা বলতাম ভারত ভালো ব্যাটারের খনি আর পাকিস্তান ভালো ফাস্ট বোলারের। কিন্তু সাম্প্রতিক অতীতের ব্যাপারটা পরিবর্তন হয়েছে। তাদের বোলাররা নিয়মিত মাংস খাওয়া আরম্ভ করেছে, ফলে তাদের দৈহিক শক্তি বেড়েছে। অনেক নতুন প্রতিভাও উঠে আসছে তাদের দেশ থেকে। ওরা চাইলে এখন দুটো সম্পূর্ণ ভিন্ন দলও নামাতে পারে ভিন্ন টুর্নামেন্টে।”

আরও পড়ুন: Breaking: বিশ্বকাপের পর কেরিয়ার শেষে অলিম্পিকে সোনা জয়ের সুযোগ কোহলির সামনে! শীঘ্রই আসবে সুখবর

যদিও আফ্রিদির এই মাংস খাওয়ার বিষয়টির সঙ্গে শক্তি বাড়ার বিষয়টির যোগ আছে কিনা সেই নিয়ে তর্ক চলতে পারে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli) আগে একজন নন ভেজিটেরিয়ান ছিলেন। কিন্তু ২০১৮ সালে শরীরে একটি সমস্যার কারণে তিনি নিজের খাদ্যাভ্যাস বদলে ফেলেন এবং শুধুমাত্র নিরামিষ খেয়ে থাকেন এখন। তবে এই বিষয়টি তার ফিটনেসে কোনও প্রভাব ফেলেনি। কোহলি নিজেও এর আগে একাধিকবার বলেছেন নিরামিষ খেয়ে সম্পূর্ণ সুস্থ ও শক্তিশালী থাকা যায় না ধারনাটা একটা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর