২০২৬-এ এক দফাতেই ভোট হতে পারে বাংলায়, SIR শুনানির মাঝেই কমিশনের বড় ইঙ্গিত

Published on:

Published on:

EC Reviews Security Plan for West Bengal Assembly Election 2026 in Delhi Meet
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) নিয়ে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ শুনানি ও বৈঠক চলছে। সেই শুনানির মধ্যেই নির্বাচন কমিশনের তরফে একটি বড় ইঙ্গিত সামনে এসেছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এক দফাতেই করা হতে পারে।

বাংলায় ভোটের (West Bengal Assembly Election 2026) দফার উপর নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সংখ্যা

এই শুনানিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক এবং রাজ্য পুলিশের নোডাল অফিসাররা উপস্থিত রয়েছেন। বৈঠকে মূলত ভোটগ্রহণের পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা এবং কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হচ্ছে। কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, ভোট (West Bengal Assembly Election 2026) কত দফায় হবে, তার উপরেই মূলত নির্ভর করছে কত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হবে। যদি এক দফায় ভোট করা যায়, তাহলে বাহিনী মোতায়েন ও প্রশাসনিক কাজ অনেকটাই সহজ হবে বলে মনে করছে কমিশন।

পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে একাধিক দফায় ভোট (West Bengal Assembly Election 2026) হলে বুথ নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি চাপ পড়ে প্রশাসনের উপর। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার এক দফায় ভোট করার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। তবে কমিশন সূত্রে স্পষ্ট করা হয়েছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাহিনীর প্রাপ্যতা এবং সামগ্রিক নির্বাচনী প্রস্তুতির উপর ভিত্তি করেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে।

আসন্ন বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিভিন্ন স্তরে কাজ শুরু করেছে। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন। নিরাপত্তা, ভোটের পর্ব, নির্বাচনী আচরণবিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত আলোচনা চলছে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, যা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের ক্ষেত্রে সহায়ক হয়েছিল।

Election Commission begins voter hearing process in Bengal

আরও পড়ুনঃ ডিজিপি নিয়ে অনিশ্চয়তা, রাজীব কুমারের পর কে দায়িত্বে? সুপ্রিম কোর্টের দরজায় নবান্ন

নির্বাচন কমিশনের একাধিক আধিকারিকের মতে, পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে ভোট পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। গত নির্বাচনে কিছু ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর আরও কার্যকর উপস্থিতির দাবি উঠেছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আরও সতর্ক ও সুসংহত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। সব মিলিয়ে, আজকের এই দিল্লি বৈঠক থেকেই পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নিরাপত্তা ও পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা স্পষ্ট হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল (West Bengal Assembly Election 2026)।