বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ২৬০০০ ইস্যুতে জট এখনও পুরোপুরি খোলেনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষাকর্মীদেরও নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এরই মধ্যে এই চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের (SSC Jobless Teachers) নিয়ে ‘সতর্কতা’ জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীদের জন্য জারি নির্দেশিকা | SSC Jobless Teachers
দফতরের নির্দেশে বলা হয়েছে, বুথ লেভেল অফিসারদের তালিকা পুনরায় যাচাই করতে হবে। কোনও চাকরি-বাতিল কোনও শিক্ষাকর্মীর নাম যাতে সেখানে না থাকে সেই বিষয়ে সচেতন থাকতে হবে। উল্লেখ্য, রাজ্যের প্রায় ৮০ হাজারেরও বেশি বুথে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও নিয়োগ হয়ে গিয়েছে। সূত্রের খবর, কিছু কিছু জেলায় BLO-দের তালিকায় পরিবর্তন আনা হচ্ছে। এই আবহে কড়া নির্দেশিকা জারি করল কমিশন।
প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যার জেরে একধাক্কায় প্রায় ২৬০০০ শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। এই চাকরি-বাতিল হওয়া শিক্ষকদের চাকরির মেয়াদ আপাতত ৩১ ডিসেম্বর রয়েছে, তবে তাঁদের কাউকে বুথ লেভেল অফিসার হিসেবে যাতে না রাখা হয় সেই নিয়েই জেলা প্রশাসনগুলিকে সতর্কতা।

আরও পড়ুন: ‘গোটা প্রক্রিয়াই আদালতে নজরদারি চলুক’, SIR নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
নির্বাচন কমিশন তরফে বলা হয়েছে, রায় বহাল থাকা বা আইনি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও, যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের বুথ লেভেল অফিসারদের পদে নিয়োগ বা সেই পদে দায়িত্ব দেওয়া নিয়মবিরুদ্ধ কাজ। যাতে কোনও রকম ভুলভ্রান্তি না হয়, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট জেলাগুলিকে নতুন করে তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।













